অজয় ঘাটে বিঘ্নিত নৌকা পরিষেবা সম্যসাই বর্ধমান বীরভূমের মানুষ

Published On:

সনাতন গরাই,দুর্গাপুর:বর্ষা এলেই অজয় নদীর অস্থায়ী মাটির ফেরিঘাট ভেঙে যাওয়ার পর থেকেই শুরু হয় নৌকা পরিষেবা।বৃহস্পতিবার জলের স্রোতে ভেঙে যায় অজয় নদীর অস্থায়ী সেতু।তারপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় দুই জেলার যোগাযোগ ব্যবস্থা।

প্রত্যেক বছর ফেরিঘাট ভেঙে যাওয়ার পর থেকে তিন মাসের টেন্ডার করে শুরু হয় বাঁশ কাঠের নড়বড়ে জেটি ও নৌকা পরিষেবা। নদীর প্রবল গভীরতা হওয়ায় পারপার করতে হয় জীবনের ঝুঁকি নিয়ে তবুও পরিষেবা মেলেনা ঠাক।সম্যসাই পড়ুয়া,ব্যাবসায়ী থেকে নিত্যযাত্রীরা।

স্থানীয় একজন শিক্ষক আনন্দময় গরাই এই রাস্তা দিয়ে পারাপার করেন প্রত্যেকদিন।ফেরিঘাট ভেঙে যাওয়ায় সম্যসাই পড়তে হচ্ছে বলে জানান।প্রত্যেক বছর একই সম্যসার মতো এই বছর ও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা সত্ত্বেও মিলছেনা নৌকা পরিষেবা। সমস্যাই সকলে।

X