বাংলাহান্ট ডেস্ক : নতুন দিগন্তের পথে পথ চলা শুরু করলেন কেতুগ্রামের রেণু খাতুন। আজ থেকে শুরু করলেন তাঁর নতুন কর্মজীবন। মঙ্গলবার জেলা স্বাস্থ্য দপ্তরে স্টাফ নার্স গ্রেড ২ পদে যোগদান করলেন রেণু। চাকরিতে যোগদানের পর জেলা স্বাস্থ্য দফতরের কর্মীদের তরফে রেণুকে সংবর্ধনাজ্ঞাপন করা হয়। মুখ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিক প্রণব রায় রেণুকে দায়িত্ব বুঝিয়ে দেন। কাজে যোগ দেওয়ার পর রেণু আরো একবার ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
রেণুর স্বপ্ন ছিল মানুষের সেবা করবেন আর সেজন্যই নার্স হতে চেয়েছিলেন তিনি। কিন্তু বিধিবাম! সরকারি নার্সের চাকরির পরীক্ষায় কিছুদিন আগে কেতুগ্রামের রেণু খাতুন উত্তীর্ণ হলেও এই জীবনে নার্স হয়ে ওঠা হল না। স্ত্রীর সাফল্যের খবর সহ্য করতে পারেননি স্বামী। তাই তাঁর স্বামী শরিফুল গুন্ডা ভাড়া করে এনে তাঁর কব্জি থেকে ডান হাত কেটে দেন। সেই কাটা হাত চিকিৎসকেরা জোড়া লাগাতে না পারার জন্যই অধরা থেকে যায় রেণুর নার্স হওয়ার স্বপ্ন। তবে স্বয়ং মুখ্যমন্ত্রী তাকে কৃত্রিম হাত লাগিয়ে দেওয়ার বন্দোবস্ত করেন। মুখ্যমন্ত্রী একথাও জানান, রেণুকে নার্সের কাজে নিয়োগ করতে না পারলেও স্বাস্থ্য দপ্তরে অন্য পদে নিয়োগ করা হবে।সেই মতো ব্যবস্থা তিনি করবেন।
এর ফলে অনেকটাই স্বস্তি পান আহত রেণু খাতুন। মুখ্যমন্ত্রীর দেওয়া কথা সার্থক হল আজ। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই জেলার স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে রেণুর হাতে তুলে দেওয়া হয় চাকরির নিয়োগপত্র। সেই নিয়োগপত্র অনুসারে আজ মঙ্গলবার কাজে যোগদান করলেন রেণু। কাজে যোগদান করতে পেরে স্বভাবতই খুবই খুশি রেণু খাতুন। মুখ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিক প্রণব রায় জানিয়েছেন, স্বাস্থ্য ভবন থেকে নতুন কোনও নির্দেশিকা না আসা পর্যন্ত রেণু এখানে কর্মরত থাকবেন।