মাধ্যমিক পরীক্ষা দিয়ে বের হতেই স্কুল ছাত্রীকে তুলে নিয়ে গেল পুলিশ

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে আমরা একবিংশ শতাব্দীতে পৌঁছে গেছি কিন্তু তাও গ্রাম থেকে শহরে বাল্যবিবাহ এখনও প্রচলিত এবং তা এখনো পুরোপুরি থামানো যায়নি। এর পেছনে একাধিক মানুষের গোঁড়ামি যে প্রধান কারণ হয়ে দাঁড়ায় তা স্বীকার করে নিতেই হবে। তবে বর্তমানে পুলিশ প্রশাসন এবং শিশু সুরক্ষা সংস্থা এ ব্যাপারে যে অত্যন্ত সচেতন তার প্রমাণ পাওয়া গেল সম্প্রতি ঘটা একটি ঘটনায়।

ঘটনাটি ঘটেছে বর্ধমান জেলার কাটোয়া এলাকায়। তবু ঘটনাটির মোড় যেদিকে ঘুরেছে তা অবাক করবে আপনাকে। কি ঘটেছিল সেদিন? জানা যায় যে নাবালিকার বিয়ে দেওয়ার জন্য তাঁর পরিবার উঠেপড়ে লাগে। বৃষ্টি নামের সেই মাধ্যমিক পরীক্ষার্থী সকালবেলা পরীক্ষা দিতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছায় এবং পরীক্ষা দিয়ে বেরিয়ে সে অবাক হয়ে যায়। স্কুল থেকে তাকে আনতে হাজির হয় পুলিশের গাড়ি এবং সেখান থেকে তাকে নিয়ে সোজা তারা রওনা দেয় তার বাড়ির উদ্দেশ্যে। বাড়ি এসে বৃষ্টি আরো চমকে যায়।

বৃষ্টি দেখে যে বাড়িতে তার বাবা-মা এবং পরিবারের আত্মীয়রা তার বিয়ের আয়োজন করে রেখেছে এবং পাশের ঘরে পাত্র এবং তার পরিবার বসে অপেক্ষারত। আসলে বৃষ্টির বাবা-মা পরীক্ষা শেষে তার বিয়ের আয়োজন করে রেখেছিল এবং পেশায় একজন মিষ্টি প্রস্তুতকারক বৃষ্টির বাবা মেয়ের সঙ্গে পেশায় মূর্তি তৈরির কারিগর 25 বছরের এক যুবকের সঙ্গে তার বিয়ে স্থির করে।

এই ঘটনাটি খবর এলাকার চাইল্ড লাইন এর কাছে পৌঁছাতে তারা খুব দ্রুত ব্যবস্থা নেয় এবং কাটোয়া এলাকায় পুলিশের সাথে যোগাযোগ করে। এরপর দেরি না করে পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ এর সঙ্গে যোগাযোগ করে পুলিশ এবং সোজা রওনা দেয় সেই স্কুলের উদ্দেশ্যে। পরবর্তীকালে জানা যায়, পুলিশ প্রধান এবং চাইল্ড লাইনের প্রতিনিধিরা তাদের বাড়িতে এসে পরিবারকে বুঝিয়ে শুনিয়ে বিয়ে থামাতে সক্ষম হয়।

Sayan Das

সম্পর্কিত খবর