বাংলা হান্ট ডেস্কঃ হিজবুল মুজাহিদ্দিনের কম্যান্ডার বুরহান ওয়ানির কথা মনে আছে? ২০১৬ সালের ৬ জুলাই তাকে নিকেশ করেছিল ভারতীয় সেনা। বুরহানের মৃত্যুর পর কাশ্মীরে হাজার হাজার মানুষ তার শেষযাত্রা করেছিল। ওই শেষযাত্রায় ভারত বিরোধী স্লোগানও উঠেছিল। সেসব এখন অতীত। বুরহানের কালো ছায়া ভুলিয়ে এগিয়ে যেতে চাইছে তার পরিবারও। আর সেই সূত্রেই আজ দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসে বুরহান ওয়ানির বাবা মুজফর ওয়ানি কাশ্মীরে দেশের পতাকা উত্তোলন করলেন। বুরহানের বাবা দ্বারা তিরঙ্গা উত্তোলনের ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
https://twitter.com/TheSkandar/status/1426762466122362885
কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর অনেক কিছু বদল এসেছে। এখন সেখানে আর জঙ্গিদের জানাজা বের হয় না। পাথরবাজির ঘটনাও রেকর্ড হারে কমেছে। জম্মুর প্রসিদ্ধ লাল চক তিরঙ্গার আলোয় আলোকিত হচ্ছে। গোটা রাজ্য জুড়ে ভারতের পতাকা তোলা হচ্ছে। স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে গোটা রাজ্যের মানুষই অংশ নিয়েছেন। রাজ্যের পরিকাঠামো মজবুত করা হচ্ছে। এবং রাজ্যে বিনিয়োগের সম্ভাবনাও দেখা দিয়েছে।
Father of Hizbul Mujahideen terrorist Burhan Wani who was killed in 2016 hoisted the national flag at a government school in Tral, J&K on Independence Day
(Photo source: Social media) pic.twitter.com/QEO6ZXzRj4
— ANI (@ANI) August 15, 2021
বুরহান ওয়ানির বাবা মুজফর ওয়ানি জম্মু কাশ্মীরের পুলওয়ামার একটি স্কুলে ৭৫ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সেখানে তিনি পতাকা উত্তোলন করেন আর শেষে জাতীয় সঙ্গীতও গান। বলে দিই, বুরহানের বাবা ত্রালের একটি উচ্চ-প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিযুক্ত আছেন।
উল্লেখ্য, সেনা বুরহান ওয়ানিকে নিকেশ করার পর দক্ষিণ কাশ্মীর হিংসার আগুনে জ্বলে উঠেছিল। চারদিকে সেনার বিরুদ্ধে স্থানীয় মানুষদের উস্কানি দেওয়ার কাজ চলছিল। তবে এখন চিত্রটা অন্যরকম, ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে ভূস্বর্গ। তবে সন্ত্রাসবাদ পুরোপুরি যে মুছে গিয়েছে তা বলা ঠিক হবে না। কারণ ভূস্বর্গে এখনও রোজই জঙ্গি হামলা হচ্ছে, আর সেনার এনকাউন্টারও চলছে।