বুর্জ খলিফার গায়ে এবার আর দেখা গেল না পাকিস্তানের জাতীয় পতাকা, চটে লাল ইসলামাবাদ

বাংলা হান্ট ডেস্ক : ‘আরে ইয়ে তো পাকিস্তানিওকে সাথ প্র্যাঙ্ক হো গ্যায়া!’ চিকিৎকার করে বলছেন এক তরুণী। যা হয়েছে সেটা প্র্যাঙ্কই বটে। ১৪ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস (Independence Day of Pakistan)। ১৯৪৭ সালে ভারতের একদিন আগেই স্বাধীনতা পায় মহম্মদ আলি জিন্নাহর দেশ। আর এই ১৪ আগস্টই তারা পালন করে স্বাধীনতা দিবস উপলক্ষে। এই দিন দুবাই-র বিখ্যাত বুর্জ খলিফাকে (Burj Khalifa) রাঙিয়ে দেওয়া হয় পাকিস্তানের জাতীয় পতাকায়। কিন্তু এবার ঘটল উল্টো ঘটনা।

কী হল এদিন? ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে বুর্জ খলিফার সামনে অসংখ্য ভিড় জড়ো হয়। রাত ১২টা বাজার সঙ্গে উল্লাসে ফেটে পড়েন দুবাইয়ে বসবাসকারী পাক নাগরিকরা। কিন্তু সবাইকে অবাক করে বুর্জ খলিফাতে ফুটে উঠল না পাকিস্তানের জাতীয় পতাকা। আর এর পরই তীব্র শোরগোল পড়ে যায় দুনিয়া জুড়ে।

তবে এই ঘটনা এই প্রথম নয়। প্রত্যেক বছর দুনিয়ার সবচেয়ে বড় বিল্ডিং দুবাইয়ের বুর্জ খলিফায় বিভিন্ন সময়ে বিভিন্ন উৎসবে সেজে ওঠে। গত বছর ১৪ অগাস্ট, পাকিস্তানের স্বাধীনতা দিবসেও সেজে উঠেছিল ২ হাজার ৭১৭ ফুট উচ্চতার বুর্জ খলিফা (Burj Khalifa)। সংযুক্ত আরবআমিরশাহি জুড়ে বহু পাকিস্তানীর বাস। অনেকেই দুবাইকে পাকিস্তানের নাগরিকদের ‘সেকেন্ড হোম’বলে থাকেন। সেই দুবাইয়ের বুর্জ খলিফায় ২০১৯ সালে পাকিস্তানের পতাকা উল্টো দিক করে প্রদর্শিত হয়।

সে বছর বুর্জ খলিফার দেওয়ালে এলডি ডিসপ্লে-তে পাকিস্তানের যে পতাকা দেখা গেল, তা আসলে পাক পতাকা উল্টো করে ধরলে যেমন দেখায় তেমন। ১৪ আগস্টই পাকিস্তানের স্বাধীনতা দিবস পালিত হয়েছিল। তার দু দিন পরেই, গতকাল শুক্রবার দুনিয়ার সবচেয়ে উঁচু বিল্ডিংয়ে দেশের পতাকা উল্টো করে প্রদর্শিত হওয়ায় পাকিস্তানীরা ক্ষুব্ধ হন। এটাকে যান্ত্রিক ত্রুটি হিসেবে কর্তৃপক্ষ এড়িয়ে গেলেও নেটিজেনরা ট্রোল করতে ছাড়েন নি।

অথচ তার এক দিন আগেই ১৫ অগাস্ট ভারতের স্বাধীনতা দিবসে সঠিকভাবেই বুর্জ খলিফায় প্রদর্শিত হয়েছিল ভারতের জাতীয় পতাকা। বুর্জ খলিফায় পাকিস্তানের পতাকা উল্টো দিক করে প্রদর্শিত হওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ভারতের নেটিজেনরা ট্রোল শুরু করেন। অনেকেরই দাবি উল্টো পতাকাটা আসলে পাকিস্তানের সব কিছুতেই উল্টো নীতির প্রতীকী ছবি। ইমরান খানের দেশের বেহাল অর্থনীতির কথা মনে করিয়ে দিচ্ছে এই উল্টো পতাকা সেটাও অনেক ভারতীয় কটাক্ষ করে টুইট করেন।

 


Avatar
Sudipto

সম্পর্কিত খবর