ধরা পড়ল সবচেয়ে বড় অজগর, দৈত্যাকৃতি এই সাপ গড়ল নতুন রেকর্ড

আমেরিকার ফ্লোরিডায় দুই সাপ শিকারি এক বিশাল বার্মিজ পাইথন ধরেছে। এখনো পর্যন্ত ফ্লোরিডায় ধরা পড়া এটি সবচেয়ে বড় সাপ। এই মাদী সাপটির দৈর্ঘ্য প্রাউ ১৮.৯ ফুট। এর আগে সব চেয়ে লম্বা সাপটি ছিল ১৮.৮ ফুট৷ সেই হিসাবে এই সাপটি নয়া রেকর্ড করেছে।

121164494 10158692429983349 6675938986560285655 o

রায়ান অউসবার্ন এবং তার রুমমেট কেভিন পাভালিডিস গভীর রাতে শিকারের সময় একটি অজগরটি ধরেন। এরা দুজনেই দক্ষিণ ফ্লোরিডা ওয়াটার ম্যানেজমেন্ট জেলা এবং ফ্লোরিডা ফিশ অ্যান্ড বন্যজীবন সংরক্ষণ কমিশনের পক্ষে ফ্লোরিডার অজগর নির্মূল কর্মসূচি পরিচালনা করে।

তাদের একজন লিখেছেন “শুক্রবার রাতে আমরা এই সাপটিকে কোমর গভীর জল থেকে মাঝরাতে এভারগ্র্লেডের গভীরে টেনে এনেছিলাম,”। “আমি এই আকারের কাছাকাছি কোথাও কোনও সাপ দেখিনি এবং তার কাছে যাওয়ার সাথে সাথে আমার হাত কাঁপছে।”

ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশন জানিয়েছে যে এটিই এখনো পর্যন্ত ধরা পড়া সবচেয়ে বড় বার্মিজ পাইথন। জানা যাচ্ছে সাপটির ওজন ১০৪ পাউন্ড বা ৪৭ কেজি। বলা বাহুল্য, এতবড় সাপ ধরা যথেষ্টই কৃতিত্বের। দুই সাপ শিকারিকে বাহবা দিচ্ছেন নেটিজেনরা।

 

সম্পর্কিত খবর