মেয়ো রোডে দুর্ঘটনার কবলে মেটিয়াবুরুজ-হাওড়া মিনি বাস, উল্টে গিয়ে আহত বহু যাত্রী, মৃত ১

বাংলাহান্ট ডেস্ক : শনিবার বিকেলের কলকাতা (Kolkata) সাক্ষী থাকল এক বড় বাস দুর্ঘটনার। মেয়ো রোডে দুর্ঘটনার কবলে পড়ল মেটিয়াবুরুজ-হাওড়া মিনি। শনিবার বিকেল নাগাদ মিনি বাসটি উল্টে যায় ধর্মতলার কাছে মেয়ো রোডে। সেই সময় বাসে ছিলেন বহু যাত্রী। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল ও উদ্ধারকারী বাহিনী।

পুলিশ সূত্রে খবর, মেয়ো রোডের কাছে শনিবার বিকেলবেলা উল্টে যায় মেটিয়াবুরুজ-হাওড়া মিনি। একটি বাইককে ওভারটেক করতে গিয়ে বাসটি দুর্ঘটনার কবলে পরে। এরপর দ্রুত ঘটনাস্থলে যায় অ্যাম্বুলেন্স। আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্স করে পাঠানো হয় হাসপাতালে। তবে এখনো পর্যন্ত নিশ্চিত ভাবে জানা যায়নি বাসে সেই সময় কতজন যাত্রী ছিলেন।

উদ্ধারকারীরা বাসের জানলা ভেঙে যাত্রীদের উদ্ধার করতে শুরু করেন। জানা গেছে, এই দুর্ঘটনায় আহত হয়েছেন অনেক যাত্রী। প্রাণ হারিয়েছেন ১ জন। যাত্রীরা জানিয়েছেন, বাসটি দুর্ঘটনার আগে খুব দ্রুত গতিতে চলছিল। একটি বাইককে ওভারটেক করতে গিয়ে আচমকা বাসটি উল্টে যায়। দুর্ঘটনার পরেই এলাকা ছেড়ে পালিয়ে যায় বাসের চালক ও কন্ডাক্টর।

 Accident

যে বাইকটিকে ওভারটেক করতে গিয়েছিল বাসটি সেই বাইকটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসটিকে উদ্ধার করার জন্য ঘটনাস্থলে যায় ক্রেন। এরপর বাসের সামনের ও পিছনের জানলার অংশ ভেঙে শুরু হয় যাত্রী উদ্ধারের কাজ। মেটিয়াব্রুজ-হাওড়া রুটে গত বছরও একটি বাস দুর্ঘটনার (Bus Accident) কবলে পড়ে। এই রুটের একটি বাস গত বছর ফোর্টউইলিয়াম এর কাছে একটি ডিভাইডারে ধাক্কা মেরে রাস্তায় উল্টে যায়।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর