কাশ্মীরে ৩৯ জন জওয়ানকে নিয়ে খাদে পড়ল বাস, শহীদ ছয়! আহত বহু

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার সকাল হতেই এলো ভয়াবহ এক দুর্ঘটনার খবর। সূত্রের খবর, রাস্তা দিয়ে যাওয়ার সময় এদিন নিয়ন্ত্রণ হারিয়ে নদীগর্ভে পড়ে যায় নিরাপত্তা বাহিনীর একটি বাস। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরে (Jammu & Kashmir)। ভয়াবহ এই দুর্ঘটনার কবলে পড়ে ইতিমধ্যেই ৬ জন বর্ডার পুলিশের জওয়ানের মৃত্যু হয়েছে। বাকিরা গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। এদিন সকালে জম্মু ও কাশ্মীর থেকে বাস দুর্ঘটনার খবর সামনে আসে।

সেনা সূত্রের খবর, দুর্ঘটনার সময় বাসে মোট ৩৯ জন  সেনা জওয়ান উপস্থিত ছিলেন। এদের মধ্যে দুই জন জম্মু ও কাশ্মীর পুলিশ কর্মী এবং বাকি সকলেই ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশের জওয়ান। দুর্ঘটনা কেন্দ্রস্থল জন্ম ও কাশ্মীরের পহলগামের ফ্রিসলান এলাকা। সূত্রের খবর, পহলগামের ওপর দিয়ে যাওয়ার সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়। ব্রেক ফেল হওয়ার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।

এ ঘটনায় ইতিমধ্যে ছয় জন বর্ডার পুলিশের জওয়ানের মৃত্যু হয়েছে। বাকি সকলেই গুরুতর জখম এবং পরবর্তীতে তাদের কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। অমরনাথ যাত্রায় কর্তব্যরত সকল জওয়ানরা এদিন পহলগামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তবে পরবর্তী সময়ে তাদের জন্য যে ভয়ঙ্কর দুর্ঘটনা অপেক্ষা করে রয়েছে, তা ঘুণাক্ষরেও টের পাননি তারা। এক্ষেত্রে আচমকাই ব্রেক ফেল হওয়ার কারণে বাসটি নদীতে পড়ে যায় বলে জানা যাচ্ছে। আহত সকলেই হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর। এ ঘটনায় ৬ জন জওয়ানের শহীদ হওয়ার ঘটনায় শোকের ছায়া গোটা দেশজুড়ে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর