দীপাবলিতে বাসে জ্বালিয়েছিলেন প্রদীপ, আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ড্রাইভার-কন্ডাক্টরের

বাংলাহান্ট ডেস্ক : দীপাবলির (Deepabali) রাতে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল ঝাড়খণ্ড (Jharkhand)। আগুন লেগে ভস্মীভূত পুরো বাস। জ্বলন্ত বাসে আটকে পড়ে মৃত্যু হল দুই ব্যক্তির। রাঁচির খাদগাড়া বাস স্ট্যাণ্ডে এই দুর্ঘটনা ঘটেছে। জানা যাচ্ছে যে বাসটিতে আগুন লেগেছে সেটির নাম মুনলাইট। দীপাবলির রাতে প্রদীপ জ্বালিয়ে রাখায় এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান পুলিসের।

পুলিস সূত্রে খবর, সোমবার রাতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পড়া বাসটি রাঁচি থেকে সিমডেগা রুটে চলত। প্রাথমিক তদন্তের পর পুলিস জানিয়েছে দীপাবলি পালন করার জন্য ওই বাসটিতে প্রদীপ জ্বালানো হয়। আর তারপরই ঘটে ওই মর্মান্তিক দুর্ঘটনা। ওই ঘটনায় মৃত দুই ব্যক্তির নাম মদন মাহাতো এবং ইব্রাহিম। জানা যাচ্ছে, মদন ছিল বাসটির ড্রাইভার। এবং ইব্রাহিম বাসের খালাসি হিসাবে কাজ করত বলে জানা যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সোমবার গভীর রাতেই এই ঘটনা ঘটেছে। সারাদিন বাস চালিয়ে রাতে দীপাবলির পূজা করা হয় বাসে। তারপর প্রদীপ জ্বেলে বাসের ভিতরে গিয়ে শুয়ে পড়ে মদন ও ইব্রাহিম। গভীর রাতে ওই প্রদীপ থেকে গোটা বাসে আগুন লেগে যায়। আগুনের তেজ এতটাই বেশি ছিল যে মুহুর্তের বাসটিকে গ্রাস করে নেয়। এরমধ্যে মদন ও ইব্রাহিম দুজনেই জীবন্ত আগুনে পুড়ে মারা যায়।

আগুন দেখে আশপাশের লোকজন আগুন নেভানোর অনেক চেষ্টা করে। কিন্তু লাভ কিছু হয়নি। পুলিস মৃতদেহ পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনার আসল কারণ জানতে এখনও তদন্ত চলছে বলেই জানায় পুলিস।

Sudipto

সম্পর্কিত খবর