বাসে অসুস্থ যাত্রীর সন্তান, হাসপাতালে নিয়ে গেলেন চালক! চিকিৎসার জন্য দিলেন একদিনের রোজগার

   

যেখানে এই ব্যস্ততার জীবনে আমরা আমাদের প্রিয়জনদের জন্য খুব কম সময় পাই। এমন পরিস্থিতিতে এক অচেনা শিশুকে বাঁচাতে সবটুকু দিয়ে দিলেন মুম্বইয়ের কিছু ‘সুপারহিরো’। 5 বছরের এক শিশু তার মায়ের সঙ্গে বাসে যাচ্ছিল। হঠাৎ করেই তার স্বাস্থ্যের অবনতি হয়। এই অবস্থায় বাসের কন্ডাক্টর ও চালক দ্রুত ব্যবস্থা নেয়। চালক বাসটিকে খালি করে সোজা কাছের হাসপাতালে নিয়ে যান। তানভি গাওয়াঙ্কর নামে এক মহিলা ঘটনাটি ফেসবুকে শেয়ার করলে সেটি তৎক্ষণাৎ ভাইরাল হয়।

তিনি তাঁর পোস্টে লিখেছেন, “সাধারণত আমি আমার অভিজ্ঞতা নিয়ে কোনো পোস্ট লিখি না। কিন্তু এটা শেয়ার করা থেকে নিজেকে আটকাতে পারলাম না। ঘটনাটি ঘটেছে গতকাল মুম্বইয়ের শিবাজি পার্কের ঠাকুর হাসপাতালে। দুপুর দেড়টার দিকে হাসপাতাল থেকে বের হওয়ার সময় দেখি একজন টিকিট কালেক্টর ও বাসের কন্ডাক্টরসহ দুই থেকে তিন জন দৌড়ে হাসপাতালে আসছেন।”

তনভি আরও লেখেন, ‘টিকিট কালেক্টর একটি ছোট শিশুকে কোলে নিয়ে যাচ্ছিলেন আর এক মহিলা কাঁদছিলেন। তা দেখে হাসপাতালের কর্মীরা শিশুটিকে সাহায্য করতে ছুটে আসেন। সঙ্গে সঙ্গে নার্স তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে বুঝলাম, মায়ের সঙ্গে বাসে যাওয়ার সময় শিশুটির স্ট্রোক হয় এবং তার স্বাস্থ্যের অবনতি হয়। চালক বিষয়টি জানতে পেরে বাসটি থামিয়ে খালি করে দেয়। এর পরে তিনি বাসটি করে শিশুটিকে হাসপাতালে নিয়ে যান।”

এরপর টিকিট সংগ্রাহক ও বাস কন্ডাক্টর সকাল থেকে তাঁদের উপার্জিত সমস্ত টাকা শিশুটিকে হাসপাতালে ভর্তি করার জন্য দেন। তানভি গাওয়াঙ্করের এই ফেসবুক পোস্টটি অসংখ্য শেয়ার ও লাইক পেয়েছে। এখানে মানুষ সেই বাসের টিকিট কালেক্টর, কন্ডাক্টর এবং চালককে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর