মমতা ব্যানার্জীর একটি বয়ানের পর বাসের ভাড়া তিনগুন বাড়াল মালিকেরা!

বাংলা হান্ট ডেস্কঃ করোনার কারণে গোটা দেশে জারি লকডাউন। আর এই লকডাউনে গোটা দেশের পরিবহণ সেবা বন্ধ। তবে ভিন্ন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের জন্য শ্রমিক স্পেশ্যাল ট্রেন চালাচ্ছে সরকার। এছাড়াও যাত্রীদের জন্য ১৫ জোড়া স্পেশ্যাল ট্রেন চালাচ্ছে রেল মন্ত্রালয়। যদিও ওই ট্রেন গুলোর ভাড়া সাধারণ মানুষের সাধ্যের বাইরে।

আরেকদিকে রাজ্য সরকারের তরফ থেকে আগে জানানো হয়েছিল যে, রাজ্যে বাস পরিষেবা বহাল করা হবে। তবে তাঁর জন্য মানতে হবে কিছু শর্ত। রাজ্য সরকারের শর্ত অনুযায়ী, একটি বাসে অর্ধেকের বেশি যাত্রী নেওয়া যাবে না। আর বাস নিজের জেলার মধ্যেই চালাতে হবে। তবে সেই জেলা অবশ্যই গ্রিন জোন অথবা অরেঞ্জ জোন হতে হবে। কেন্দ্র সরকারও জেলার মধ্যে বাস চালানোর নির্দেশিকা জারি করেছে।

এবার সেই কথামত বাস সার্ভিস চালু করার উদ্যোগ নিলেন বাস মালিকেরা। তবে, বাসে যেহেতু অর্ধেক অথবা অর্ধেকের কম সওয়ারি নেওয়া যাবে, সেহেতু বাসের ভাড়া ঠিক কত হবে সেটা নিয়ে জল্পনা চলছিল। তবে গতকাল মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) বাস মালিকদের সাথে বৈঠকে বসার আগে বলেন, বাসের ভাড়া ঠিক করবেন বাসের মালিকেরাই। উনি এও বলেছিলেন, যারা ভাড়া দিতে পারবে, তাঁরাই বাসে উঠবে।

সেই মতে রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে বৈঠক করে বাসের ভাড়া চূড়ান্ত করেন বাস মালিকরা। বুধবার বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ পায়। আর সেই তালিকা প্রকাশের পর দেখা যায় যে, বাসের ভাড়া বেড়ে গেছে তিনগুন।

নতুন তালিকা অনুযায়ী, বেসরকারি বাসের নুন্যতম ভাড়া হল ২৫ টাকা। আর প্রতি দুই কিমিতে সেই ভাড়া ৫ টাকা করে বৃদ্ধি পাবে। আরেকদিকে মিনিবাসের নুন্যতম ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ৩০ টাকা। আর প্রতি দুই কিমিতে ভাড়া ১০ টাকা করে বৃদ্ধি পাবে।

দুই মাস বন্ধ থাকার পর রাস্তায় আবার চলবে বাসে। এই নিয়ে মানুষ একটি স্বস্তির নিঃশ্বাস ফেললেও এখন আরও সমস্যা বেড়ে গেল। যেখানে রোজগারের কম রাস্তাই নেই, সেখানে সাধারণ মানুষ তিনগুন বাস ভাড়া দেবে কি করে? প্রশ্ন উঠছে সর্বত্র।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর