বাংলা হান্ট ডেস্ক: মহিলারা এবার দিল্লির মেট্রো এবং সরকারি বাসে ভ্রমণের সুবিধা পেতে পারেন বিনা টিকিটে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল এমনই ঘোষণা করতে চলেছেন বলে জানা গেছে।
আরও শোনা যাচ্ছে , সরকারি পরিবহণে মহিলাদের যাতায়াতে আগ্রহী করে তুলতে এবং তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নেওয়া হচ্ছে এই উদ্যোগ। অরবিন্দ কেজরীওয়াল আগামিকালই ঘোষণা করতে পারেন এই নিয়ম। সাধারণত প্রতি দিন প্রায় ৩০ লক্ষ মানুষ যাতায়াত করেন দিল্লি মেট্রোয়। এদের মধ্যে মেট্রোয় চড়েন মাত্র ২৫ শতাংশ মহিলা। ২০ শতাংশ মহিলা ব্যবহার করেন সরকারি বাস।
তবে, বিশেষজ্ঞরা মনে করছেন এই সিদ্ধান্তে কেন্দ্রের সঙ্গে সংঘাত বাধার রয়েছে আশঙ্কা। কারণ, দিল্লি মেট্রোতে (দিল্লি মেট্রো রেল কর্পোরেশন), ৫০-৫০ শতাংশ অংশীদারিত্ব রয়েছে দিল্লি এবং কেন্দ্রের। এর আগে দিল্লির শাসক দল আম আদমি পার্টির তরফ থেকে জানানো হয় রাজ্যের হাতে পুরো দায়িত্ব এলে মেট্রোর ভাড়া কমিয়ে দেওয়া হবে ২৫-৩০ শতাংশ।