১৫ বছরের পুরনো গাড়ি বাতিলের প্রতিবাদ! মার্চের এই ৩ দিন বাস ধর্মঘটের ডাক, দুর্ভোগ নিত্যযাত্রীদের

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের একাধিক বাস সংগঠন মার্চ মাসে একটানা তিন দিন বাস ধর্মঘটের ডাক দিয়েছে। সংগঠনের কর্তারা জানিয়েছেন, ১৫ বছরের পুরনো গাড়ি বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এই ধর্মঘট। একাধিক বাস সংগঠন এই সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার পরিবহন ভবন অভিযানের ডাক দিয়েছিল।

সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয় পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কাছে। গ্রিন ট্রাইব্যুনাল শহর ও শহরতলির পরিবেশ দূষণ কমানোর উদ্দেশ্যে পনেরো বছরের পুরনো বাস বাতিলের সিদ্ধান্ত নেয়। শহর ও শহরতলির একাধিক বাসের বয়স ১৫ বছর অতিক্রান্ত হবে আগামী জুলাই মাসে। সেই হিসাবে আগামী জুলাই মাস থেকে একাধিক বাস ও ট্যাক্সি বাতিল হয়ে যেতে চলেছে।

আরোও পড়ুন : এক্কেবারে নয়া রূপে এবার দেখা মিলবে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের! পাহাড়প্রেমীদের জন্য সুখবর রেলের

গাড়ি বাতিল রুখতে তাই রাস্তায় নেমেছে একাধিক সংগঠন। বাস সংগঠনগুলি দাবি করেছিল প্রায় ২ বছর বাসগুলি বন্ধ ছিল কোভিডের সময়। তাই ১৫ বছর পার হয়ে গেলেও যেন এখনই বাসগুলিকে বসিয়ে দেওয়া না হয়। সংগঠনের পক্ষ থেকে সময়সীমা আরও দু’বছর বৃদ্ধি করার আবেদন জানানো হয়েছিল।

আরোও পড়ুন : চাপের মুখে নিত্যযাত্রীরা! সপ্তাহন্তে বহু ট্রেন বন্ধ শিয়ালদা লাইনে, দুর্ভোগ এড়াতে আগেভাগেই দেখুন তালিকা

গণ পরিবহণ বাঁচাও কমিটি জানিয়েছিল যদি পরিবহন দপ্তর বিষয়টি নিয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ না করে তাহলে একটানা তিন দিন বাস ধর্মঘটের পথে হাঁটা হবে। এবার সংগঠনগুলির পক্ষ থেকে মার্চের ১৮, ১৯ ও ২০ তারিখ ধর্মঘটের ডাক দেওয়া হল। গণ পরিবহণ বাঁচাও কমিটির অন্তর্গত ওয়েস্ট বেঙ্গল বাস অ্যান্ড মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বসু মুখ খুলেছেন।

bus strike

তিনি জানিয়েছেন,  ‘‘করোনার সময় টানা দু’বছর বাস চলেনি। যেহেতু বাস চলেনি সেই বিষয়টিকে বিবেচনা করে পরিবহণ দপ্তরের পক্ষ থেকে ১৫ বছরের গাড়ি বাতিলের মেয়াদ বৃদ্ধি করা হোক।’’ এই একই দাবিতে বাস ধর্মঘটের ডাক দিয়েছে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, বেঙ্গল বাস সিন্ডিকেট, মিনি বাস অপারেটরস কো-অর্ডিনেশন কমিটি, ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন এবং ইন্টার ইন্ট্রা রিজিয়ন বাস অ্যাসোসিয়েশন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর