বাংলাহান্ট ডেস্ক : ১৪৪ বছর পর ফের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে দেশবাসী। আজ ১৩ জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে কুম্ভ মেলা (kumbh Mela)। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রয়াগরাজে অনুষ্ঠিত এই মেলা চলবে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত। উত্তরপ্রদেশ সরকার ইতিমধ্যেই মেলার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে এবং সুষ্ঠুভাবে মেলার আয়োজন করতে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ।
কুম্ভ মেলার (kumbh Mela) রুট ম্যাপ
প্রত্যেক বছরের মত এই বছরও কাতারে কাতারে মানুষজন হাজির হবেন কুম্ভ মেলায় (Kumbh Mela)। শুধুমাত্র দেশের ভক্তরা নন, পুণ্য লাভের আশায় বিদেশ থেকেও আসবেন বহু মানুষ। ফলে সব মিলিয়ে এই বিপুলসংখ্যক মানুষকে যাতে যাতায়াত করার সময় কোনোরকম সমস্যায় পড়তে না হয় সেই কারণেই বাস, শাটল সবকিছুর বন্দোবস্ত করেছে যোগী সরকার।
জানা গিয়েছে, প্রায় ৭৫টি পয়েন্ট থেকে সরাসরি মেলা এলাকায় পৌঁছে যাওয়ার জন্য ইতিমধ্যেই সাড়ে সাত হাজারেরও বেশি বাস (Bus) প্রস্তুত করা হয়েছে। এছাড়া, ৫৫০টি শাটল বাসও বিভিন্ন সীমান্ত এলাকা থেকে প্রয়াগরাজে যাত্রী পরিবহণ করবে। পাশাপাশি, ৫০টি ছোট শহর-সহ সারা দেশ থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে প্রায় ১৩ হাজারেরও বেশি লোকাল ট্রেন (Train) চলছে।
আরোও পড়ুন : আরও চড়ল বিবাদ? হঠাৎ তড়িঘড়ি তলব বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে, কি পদক্ষেপ নেবে দিল্লি?
দেশের প্রথম সারির শহরগুলি থেকে সরাসরি বিমান (Flight) মিলবে। সূত্রের খবর, দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিসগড়, রাজস্থান, এবং মধ্যপ্রদেশ থেকে সরাসরি বাসের ব্যবস্থা রাখা হয়েছে। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, বিলাসপুর, হায়দরাবাদ, রায়পুর, লখনৌ, ভুবনেশ্বর, কলকাতা, দেরাদুন, এবং চণ্ডীগড় থেকে সরাসরি প্রয়াগরাজের বিমান পাওয়া যাবে।
এছাড়াও ফ্লাইট সার্ভিস মিলবে চেন্নাই, জম্মু, পাটনা, অযোধ্যা, নাগপুর, পুনে, ভোপাল থেকেও। বিমানবন্দরে নেমে ভক্তরা ট্যাক্সি বা ক্যাবের মাধ্যমে গন্তব্যে পৌঁছাতে পারবেন। সেক্ষেত্রে ভাড়া বাবদ ৫০০ থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত গুণতে হতে পারে। সবমিলিয়ে বলা যায়, এবারের এই বিশেষ কুম্ভ মেলায় (Kumbh Mela) অংশগ্রহণকারীদের নিরাপত্তা এবং সুবিধার জন্য প্রতিটি ব্যবস্থা নেওয়া হয়েছে।