বাংলা হান্ট ডেস্ক : বুধবার থেকে কলকাতার(Kolkata) ১৫ টি রুটে সরকারি বাস চালাবে পরিবহণ দফতর। এর আগেই রেল এবং বিমান পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিলো আর এদিন লকডাউনের সবরকম সতর্কতামূলক নির্দেশিকা মেনেই বাস চালানোর কথা জানানো হয়। ২০ জনের বেশি যাত্রী নেওয়া হবে না বাসগুলিতে। আর প্রত্যেককে মাস্ক ব্যবহার করতেই হবে। আর প্রয়োজনে সব বাস গুলিকে স্যানিটাইজ করার কাজও করতে হবে। আর তারপরে বাস চালাতে হবে।
যেসব রুটে বাস চলবে
হাওড়া ঠাকুরপুকুর,বালিগঞ্জ-ডানলপ,যাদবপুর-করুণাময়ী, হাওড়া-বারুইপুর,বারাসত-গড়িয়া,টালিগঞ্জ-করুণাময়ী,
পরিবহণ দফতর সূত্রে খবর, হাওড়া-নিউটাউন,এসপ্ল্যানেড-আমতলা, হাওড়া-কামালগাজি, হাওড়া-গড়িয়া (এস-৭ ও এস-৫), বারাসত-জোকা এবং আরো অনেক রুটে সরকারি বাস চলবে বলে জানানো হয়।
দেওয়া হচ্ছে ক্যাব পরিষেবা
জরুরি পরিষেবার কর্মীদের যাতায়াতের জন্যই অ্যাপ ক্যাব পরিষেবা চালু কড়া হয়েছে চার শহরে।তবে এই ক্ষেত্রে চালক ও যাত্রীদের মাস্ক ও গ্লাভস পরা বাধ্যতামূলক। সামাজিক দূরত্ব ও অন্যান্য বিধি মেনে চালাতে হবে ক্যাব। কলকাতা, হাওড়া, সল্টলেক এবং ব্যারাকপুরে অ্যাপ ক্যাব পরিষেবা শুরু হয়েছে। তবে কন্টেইনমেন্ট জোনে অ্যাপ ক্যাব যেতে পারবে না বলে জানানো হয়েছে।