হু হু করে কমছে বাস! শনি-তে অবাক কাণ্ড কলকাতায়! কারণ ‘ফাঁস’ হতেই শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ রোজকার যাতায়াতের জন্য অনেকের প্রথম পছন্দ বাস। প্রত্যেকদিন শহরতলি থেকে অগুনতি মানুষ ট্রেনে চেপে কলকাতা (Kolkata) আসেন। এরপর সেখান থেকে বাসে করে পাড়ি দেন নিজের গন্তব্যে। তবে শনিবার সকাল থেকে আচমকা দেখা যাচ্ছে, মহানগরীর বুকে বাসের সংখ্যা প্রচুর কমে গিয়েছে। যা দেখে স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েছেন বহু নিত্যযাত্রী।

কলকাতার (Kolkata) বুকে আচমকা কেন কমছে বাস?

আসলে রাত পোহালেই একুশের জুলাইয়ের সমাবেশ। এবার লোকসভা নির্বাচন এবং একুশের বিধানসভা উপনির্বাচনে ব্যাপক সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। এরপর এই প্রথম এত বড় মাপের সমাবেশ হচ্ছে। উত্তরবঙ্গ সহ রাজ্যের নানান প্রান্ত থেকে দলের নেতা, কর্মী, সমর্থকরা ছুটে আসছেন। সেই কারণে আজ সকাল থেকে দেখা যাচ্ছে, কলকাতায় বাসের সংখ্যা কমতে শুরু করেছে।

   

এদিন সকাল থেকে কলকাতা স্টেশনেও প্রস্তুতির ছবি দেখা গিয়েছে। দেখা যাচ্ছে, পরপর দাঁড়িয়ে রয়েছে ৪৭ বি রুটের বেসরকারি বাস (Bus)। তৃণমূলের নেতা-কর্মীদের নিয়ে যাওয়ার জন্য গত দুই-তিনদিন ধরে ওই বাসগুলিকে নেওয়া হয়েছে। ওই বাসে করেই তাঁদের নানান ক্যাম্পে পৌঁছে দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ মমতা-অভিষেক একা নন! একুশের মঞ্চে থাকতে পারেন এই হেভিওয়েট নেতা, নাম ফাঁস হতেই শোরগোল!

আজ ভোরে উত্তরবঙ্গ থেকে কলকাতা (Kolkata) স্টেশনে একটি ট্রেন এসেছে। দুপুরে এবং রাতে আরও দু’টি ট্রেন আসার কথা। সেই অনুযায়ী দলের কর্মীদের খাবারদাবার এবং ক্যাম্পে পৌঁছনোর ব্যবস্থা করা হয়েছে। এই বিষয়ে বাস চালক এবং সহকারীরা বলেন, ইউনিয়ন থেকে দলের অনুষ্ঠানের জন্য বাস দেওয়ার কথা বলা হয়েছে। এর বদলে কিছু টাকা আর খাবার পাওয়া যায়। তবে তাঁদের কথায় পরিষ্কার, দলের অনুষ্ঠানে বাস দেওয়াটা যেন বাধ্যতামূলক!

Bus in Kolkata

কলকাতার রাস্তায় যেখানে বেসরকারি বাসের জন্য নিত্যযাত্রীদের হাপিত্যেশ করতে হয়, সেখানে রাজ্যের শাসকদলের অনুষ্ঠানের জন্য বাস দেওয়া নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে শুধু কলকাতা (Kolkata) স্টেশনেই নয়, হাওড়া-শিয়ালদহেও উত্তরবঙ্গ থেকে আসা তৃণমূল কর্মী, সমর্থকদের ভিড় চোখে পড়ছে। এবার উত্তরে কোচবিহারে জয় পেয়েছে তৃণমূল। বিধানসভা উপনির্বাচনে রায়গঞ্জে জয়ী হয়েছে জোড়াফুল শিবির। তাই স্বাভাবিকভাবেই আগামীকালের সমাবেশে এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোনও বার্তা দেন কিনা তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনেকে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর