বাংলাহান্ট ডেস্ক : প্রত্যেকটি বাজারে প্রতিদিন প্রচুর পরিমাণ মাছ বিক্রি হয়ে থাকে। তবে আপনারা জানেন মাছের ফেলে দেওয়া আঁশ বিকল্প উপার্জনের পথ খুলে দিতে পারে? শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। মাছ বাজারে প্রতিদিন প্রচুর পরিমাণ মাছের আঁশ (Fish Scales) জমা হয়। সেই আঁশ বিক্রি করে আপনিও উপার্জন করতে পারেন মোটা টাকা।
অনেকেই সকাল থেকে বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে সংগ্রহ করেন মাছের আঁশ। তারপর সেই আঁশগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয়। শুকিয়ে যাওয়া আঁশগুলিকে বস্তা বন্দি করে পাঠিয়ে দেওয়া হয় কলকাতার উদ্দেশ্যে। এই আঁশ ব্যবহার করা হয় প্রসাধনের সামগ্রী থেকে ওষুধ তৈরির বিভিন্ন কাজে।
আরোও পড়ুন : কানহাইয়া কুমারকে চড় মারা ব্যাক্তি আসলে কে? ভিডিও জারি করে বিস্ফোরক হামলাকারী
এক মাছের আঁশ বিক্রেতা জানাচ্ছেন, বেশ কিছু সময় ধরে তিনি এই কাজ করে আসছেন। প্রতিদিন সকালবেলা তিনি চলে যান মাছ বাজারে। বাজারে ঘুরে ঘুরে বিভিন্ন দোকান থেকে সংগ্রহ করেন মাছের আঁশ। তারপর সেগুলি পরিষ্কার করে শুকিয়ে বস্তাবন্দি করে পাঠিয়ে দেন কলকাতার উদ্দেশ্যে।
আরোও পড়ুন : ম্যাজিক ফিগার না ছুঁতে পারলে কী হবে? প্ল্যান বি রেডি বিজেপির, জানালেন অমিত শাহ
মাছের আঁশ বিক্রি করে প্রতি কেজিতে ৩০ থেকে ৪০ টাকা করে রোজগার করেন এই বিক্রেতা। বিকল্প আয়ের বেশ ভালো একটি মাধ্যম এটি। প্রতিদিন যে সমান রোজগার হয় তা নয়। কখনো কম বা কখনো বেশি। বাজার থেকে এই আঁশ সংগ্রহ করতে কোনও খরচ হয় না এই ব্যক্তির। তাই যে পরিমাণ টাকা আসে পুরোটাই লাভের।
কসমেটিকস জিনিস, ওষুধ ও সার তৈরির কারখানায় বিশেষ চাহিদা রয়েছে মাছের আঁশের গুঁড়োর। বিপুল পরিমাণ কোলাজেন থাকে মাছের আঁশে। এই কোলাজেন খাদ্য, ওষুধ, ফুড সাপ্লিমেন্ট ও কসমেটিকস শিল্পে ব্যবহার করা হয়। সব মিলিয়ে এই ব্যবসায় (Business) লাভবান হতে পারেন আপনি।