নামমাত্র বিনিয়োগ! ঘরে বসেই শুরু করুন এই ব্যবসা, কর্মসংস্থানের সুযোগ মিলবে বেকারদের

বাংলাহান্ট ডেস্ক : আজকাল অনেকেই ব্যবসার (Business) মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছেন। আপনিও যদি সামান্য কিছু বিনিয়োগে প্রতিষ্ঠা পেতে চান তাহলে আপনার জন্য আজ রয়েছে দুর্দান্ত একটি বিজনেস আইডিয়া। এই ব্যবসা শুরু করার জন্য বিপুল পুঁজির দরকার হয় না। সামান্য কিছু অর্থ বিনিয়োগ করে ঘরে বসেই করতে পারেন এই ব্যবসা।

আজকের প্রতিবেদনে থাকল নতুন এক ব্যবসার (Business) হদিশ

ফুলের ব্যবসা শুরু করলে খুব অল্প সময়ের মধ্যে লাভের মুখ দেখতে পারেন। সারা বছর জুড়ে থাকে ফুলের চাহিদা। পুজো পার্বণ ও বিভিন্ন উৎসবে ফুলের চাহিদা লক্ষ্য করার মতো বৃদ্ধি পায়। বাজারে চাহিদা বাড়লে তখন দামও বাড়ে ফুলের। উৎসবের দিনগুলিতে অতিরিক্ত আয়ও হতে পারে ফুলের ব্যবসা (Business) থেকে। স্থানীয়ভাবে কোথাও বসে বা বাড়ি বাড়ি ফুল বিক্রি করতে পারেন।

আরোও পড়ুন : মায়ের ভোগে থাকে মাছ, সুদীপার রক্তে হয় প্রতিমার সাজ! অলৌকিক ঘটনায় ভরা চট্টোপাধ্যায় বাড়ির পুজো

আবার আজকাল বিভিন্ন অনুষ্ঠানে ফুলের নকশা করা পণ্যের চাহিদা লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা ফুলের সাহায্যে বিভিন্ন নকশা তৈরি করে সাপ্লাই দিতে পারেন। তবে তার আগে দরকার কিছু প্রাথমিক প্রশিক্ষণের। খুব সামান্য টাকা বিনিয়োগ (Investment) করে আপনারা ফুল কিনে আনতে পারেন পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে।

Start cultivating these flowers now

তারপর সেই ফুল বিক্রি করতে হবে আপনাকে। তবে এই ব্যবসা (Business) শুরু করার আগে কিছু কথা মাথায় রাখা দরকার। এয়ার কুলার ও জলের স্প্রে প্রয়োজন হবে ফুল সতেজ রাখার জন্য। অন্যদিকে ফুল কিন্তু বেশিদিন ভালো থাকে না। তাই সেক্ষেত্রে ফুল তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেইমতো ভাবনা চিন্তা করেই শুরু করতে হবে ব্যবসা।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর