বাংলাহান্ট ডেস্ক : আপনি কি আপনার মনের মতো চাকরি পাচ্ছেন না? বাড়িতে বেকার হয়ে বসে রয়েছেন, অথবা চাইছেন চাকরির পাশাপাশি ছোটখাটো কোনও ব্যবসা (Business) শুরু করতে? তাহলে সামান্য কিছু টাকা বিনিয়োগ করে শুরু করে ফেলতে পারেন গিফট বাস্কেট তৈরি। উপহার দেওয়ার বাক্স তৈরি করে অল্প দিনেই লাভের মুখ দেখতে পারেন।
ব্যবসা (Business) করেই বাজিমাত
৫-৭ হাজার টাকা যদি পুঁজি বিনিয়োগের (Investment) জন্য আপনার কাছে থাকে তাহলেই এই ব্যবসা (Business) শুরু করা যাবে। সারা বছর গিফট বক্সের (Gift Baskets) চাহিদা থাকে। তবে বিশেষ করে বিয়ের মরশুমে এই পণ্যের চাহিদা অনেকটাই বেড়ে যায়।
জন্মদিন বাড়ি, বিবাহ বার্ষিকী থেকে শুরু করে যে কোনও অনুষ্ঠান, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে প্রয়োজন হয় গিফট বক্সের। তাই এই ব্যবসা শুরু করলে লাভবান হওয়ার সম্ভাবনা থাকে দ্রুত। তবে যে কোনও ব্যবসা (Business) শুরু করার আগে বাজার নির্বাচন এবং পণ্যের গুণগতমান ভালো রাখার লক্ষ্যমাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরোও পড়ুন : ‘ভদ্র ভাবে চলাফেরা করুন, নয়তো…’ প্রকাশ্যে হুমকি ভাইজানের বাবাকে! টার্গেট কে? সলমন নাকি সেলিম?
গিফট বক্স তৈরির ব্যবসা শুরু করার জন্য প্রয়োজন নেই মোটা অর্থ বিনিয়োগের। মোটামুটি পাঁচ থেকে সাত হাজার টাকা বিনিয়োগ করে এই ব্যবসা (Business) শুরু করা যায়। এই ব্যবসা শুরু করার জন্য প্রয়োজন হবে কিছু কাঁচামালের। ঝুড়ি, রংবেরঙের ফিতে, আঠা, রং, মার্কার, স্টেপলার, কাঁচি, তুলি, চুমকি-সহ আরও বিভিন্ন পণ্যের প্রয়োজন এই ব্যবসার (Business) জন্য।
আপনারা বিভিন্ন উপহার সামগ্রীর দোকানে এই ধরনের গিফট বক্স বিক্রি করতে পারেন। এছাড়াও স্থানীয়ভাবে বাজারজাতকরণ করেও আপনারা গিফট বক্স বেচতে পারেন। পাশাপাশি আপনারা যদি একটু উন্নত মানের গিফট বক্স তৈরি করতে পারেন, তাহলে অনলাইন মাধ্যমেও কেনাকাটা হতে পারে।