দরকার লাগে হামেশাই, এই জিনিসের চাহিদা তুঙ্গে! ব্যবসা শুরু করলেই হু হু করে আসবে টাকা

বাংলাহান্ট ডেস্ক : আজকাল অনেকেই রয়েছেন যারা চাকরির পিছনে না ছুটে স্বাধীনভাবে ব্যবসা (Business Idea) করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। তবে ব্যবসা শুরু করার জন্য প্রয়োজন হয় মূলধনের। এমন কিছু ব্যবসা (Business Idea) রয়েছে যেখানে সামান্য কিছু টাকা বিনিয়োগ করে মোটা মুনাফা অর্জন করা যায়।

ব্যবসা (Business Idea) করেই বাজিমাত

অতীতে একাধিক প্রতিবেদনে আমরা এই ধরনের বিজনেস আইডিয়া সম্পর্কে আপনাদের অবগত করেছি। আজ আপনাদের এমন একটি বিজনেস আইডিয়া (Business Idea) দিতে চলেছি যেখানে সামান্য কিছু টাকা বিনিয়োগ করে প্রতি মাসে মোটা টাকা লাভ করতে পারবেন। কান পরিষ্কার করার ক্ষেত্রে অধিকাংশ মানুষ ভরসা রাখেন কটন বাডের উপর।

আরোও পড়ুন : গোটা দেশে বন্ধ হয়ে যাবে রেশন পরিষেবা? বড় পদক্ষেপ করতে চলেছেন ডিলাররা

স্বল্প বিনিয়োগে (Investment) আপনারা শুরু করতে পারেন কটন বাড (Cotton Buds) তৈরির ব্যবসা। কটন বাড তৈরির জন্য বেশি জায়গার প্রয়োজন হয় না। আপনি আপনার বাড়িতেই সামান্য কিছু কাঁচামাল কিনে এই ব্যবসা শুরু করতে পারেন। পাইকারি বাজার থেকে সস্তায় কটন বাড তৈরির কাঁচামাল কিনতে পারেন। এছাড়াও কটন বাডের প্যাকেজিংয়ের জন্য প্রয়োজন হবে ছোট প্যাকেট এবং সংস্থার লেবেলিং।

Business idea and huge income

কাঠের লাঠি, তুলো ও কিছু কেমিক্যালের সাহায্যে তৈরি করতে পারেন কটন বাড। যদি ছোট আকারে আপনি ব্যবসা শুরু করতে চান তাহলে প্রয়োজন হবে ১০ থেকে ১৫ হাজার টাকা মূলধনের। কটন বাড তৈরির প্রক্রিয়া ত্বরান্বিত করতে সেমি – অটোমেটিক মেশিনও কিনতে পারেন। এই ধরনের মেশিন কেনার খরচ ৩০ হাজার টাকার কাছাকাছি। মেশিন ছাড়াও ম্যানুয়ালি কটন বাড তৈরি করতে পারেন। কাঠির সাথে তুলো সংযুক্ত করতে আঠা এবং সেলুলোজ পলিমারের প্রয়োজন হবে।

আরোও পড়ুন : কনফার্ম খবর! এবার কলকাতাতেও ছুটবে AC লোকাল! ছবি দেখেই আনন্দে আত্মহারা যাত্রীরা

ম্যানুয়ালি নিজের হাতেও আপনারা আঠা এবং সেলুলোজ পলিমারের সাহায্যে কটন বাড তৈরি করে ফেলতে পারবেন। স্থানীয় দোকান, ফার্মেসি এবং বাজারে কটন বাড বিক্রি করে মাসে অনায়াসে ১০ থেকে ১৫ হাজার টাকা উপার্জন করতে পারেন। পাশাপাশি অনলাইন মাধ্যমেও বিক্রি করতে পারেন কটন বাড। ব্যবসার পরিধি বৃদ্ধি পেলে মাসিক ৫০ হাজার টাকা পর্যন্ত রোজগার হতে পারে কটন বাড তৈরি করে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর