বাংলাহান্ট ডেস্ক : আজকের দিনে দাঁড়িয়ে একটা ভালো কাজ পাওয়া যেন অনেকটা হাতে চাঁদ পাওয়ার মতন। কাজের জন্য হাহাকার করছেন প্রত্যেকদিন হাজার হাজার ছেলে মেয়ে। আবার এমন অনেক শিক্ষিত বেকার যুবক যুবতীরা রয়েছেন, যারা নতুন কোন ব্যবসা (Business) করে নিজেদেরকে আর্থিকভাবে সচ্ছল করে তুলতে চাইছেন।
ব্যবসা (Business) করেই বাজিমাত
কিন্তু ঠিক কিসের ব্যবসা (Business) করলে ভালো হয় সেটা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। তাই আজ আপনাদের জন্য রইল এমন একটি ব্যবসার খোঁজ (Business Idea) যেটা শুরু করার জন্য অবশ্য খুব বেশি পুঁজির দরকার হবে না। খুব কম খরচেই শুরু করা যাবে আর আয়ও হবে বেশ ভালো। বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চাহিদা বাড়ছে।
Chat GPT থেকে শুরু করে Google Gemini, Grok এর মত AI মডেলগুলির সৌজন্যে কম বেশি প্রায় সব কাজই খুব সহজ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলিতেও এসবের ব্যবহার রমরমিয়ে চলছে। আর এইভাবেই ছোট ব্যবসা শুরু করার ক্ষেত্রে এক নতুন দিশা দেখাচ্ছে AI। এখন প্রশ্ন হল, আপনি কিভাবে এই ব্যবসা শুরু করবেন?
আরোও পড়ুন : আজব কাণ্ড! মরে গিয়েও ফিরে এল নায়ক! সিরিয়ালের গল্প দেখে হেসে কুটিপাটি দর্শকরা
আপনি বাড়িতে বসে তৈরি করে নিতে পারেন এআই স্টুডিও। তারজন্য ২-৩টে কম্পিউটার থাকলেই চলবে। প্রচুর কোম্পানি AI এর কাজ আউটসোর্স করানো শুরু করেছে তাদের সাথে পার্টনারশিপ করে ভালো আয় করা যেতে পারে। এই ব্যবসা শুরু করার জন্য খুব বেশি দিনের অভিজ্ঞতার যে প্রয়োজন রয়েছে এমনটা কিন্তু নয়।
পড়ুয়ারা চাইলে সহজেই কাজটাই যোগদান করতে পারেন। ইতিমধ্যেই অনেক আইটি ছাত্রছাত্রীরা ফ্রিল্যান্সিং হিসাবে এই ধরণের কাজ শুরুও করেছে। এই ব্যবসায় একদিকে যেমন তরুণ প্রজন্ম লাভবান হতে পারবে, ঠিক তেমনভাবে অবসরপ্রাপ্তরাও বাড়িতে ছোট টিম তৈরি করে এই কাজ শুরু করতে পারবেন।ক্লায়েন্ট পেলে তাদের চাহিদা অনুযায়ী প্রজেক্ট ডেলিভারি করতে পারলেই ভালো আয় করা সম্ভব।