বাংলাহান্ট ডেস্ক : আজকাল অনেকেই চাইছেন চাকরির পাশাপাশি ছোটখাটো কোনো ব্যবসা (Business Idea) করে নিজের জীবনকে আরো সুরক্ষিত করতে। আবার অনেকেই ব্যবসার মাধ্যমে গড়ে তুলতে চাইছেন ক্যারিয়ার। তবে ব্যবসা শুরু করার জন্য প্রধান সমস্যার কারণ হয়ে দাঁড়ায় মূলধন।
ব্যবসা (Business Idea) দিয়েই হবে বাজিমাত
তবে এমন কিছু ব্যবসা (Business Idea) রয়েছে যেখানে সামান্য কিছু টাকা বিনিয়োগ (Investment) করেই দেখতে পারেন লাভের মুখ। বিভিন্ন প্রতিবেদনে আমরা আগেও আপনাদের একাধিক বিজনেস আইডিয়া (Business Idea) সম্পর্কে অবগত করেছি। আজ আমরা এমন একটি বিজনেস আইডিয়া দিতে চলেছি যেটি গ্রীষ্মকালে বেশ লাভদায়ক হতে পারে।
গরমকালে আপনারা আইসক্রিমের (Ice Cream) ব্যবসা করে দেখতে পারেন লাভের মুখ। গরমকালে আইসক্রিমের চাহিদা থাকে তুঙ্গে। তাই আইসক্রিমের ব্যবসার সাথে নিজেকে যুক্ত করে অল্প মূলধনেই লাভ করতে পারেন মোটা মুনাফা। আমাদের দেশে গরমকালে আইসক্রিম ও কোল্ড ড্রিংকসের চাহিদা থাকে আকাশ ছোঁয়া। বিভিন্ন দোকান-বাজার তো বটেই, স্কুল-কলেজ-অফিসের সামনে আইসক্রিমের ব্যবসা শুরু করলে মাসে রোজগার করতে পারেন মোটা টাকা।
আরোও পড়ুন : ‘ভেরি ডেঞ্জারাস’, নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যকে তুমুল ভর্ৎসনা হাইকোর্টের, বিপাকে হেভিওয়েটরা!
আইসক্রিমের ব্যবসা শুরু করার কিছু প্রাথমিক প্ল্যান:
গরমকালে আইসক্রিমের ব্যবসা শুরু করার জন্য আপনাকে বেসিক কিছু হোমওয়ার্ক করে নিতে হবে। তার মধ্যে প্রথমেই রয়েছে লোকেশন নির্বাচন। এমন জায়গায় আপনাকে আইসক্রিম বিক্রি করতে হবে যেখানে অনেক মানুষের সমাগম হয়। সেক্ষেত্রে প্রাথমিকভাবে রেইকি করে নিতে হবে লোকেশন নির্বাচনের জন্য। ব্যবসা শুরু করার আগে প্রয়োজন হবে অনুমতিপত্র বা লাইসেন্স।
আরোও পড়ুন : বাতিল হচ্ছে চাকরি? ‘আসল তথ্য জানা প্রায় অসম্ভব’ প্রধান বিচারপতির মন্ত্যব্যের পরেই শোরগোল
অনুমতির জন্য আপনাকে যোগাযোগ করতে হবে স্থানীয় পুরসভা, পৌরসভা বা পঞ্চায়েতের সাথে। যদি কারোর ব্যক্তিগত জায়গায় ব্যবসা শুরু করেন সেক্ষেত্রে সেই জায়গার মালিকের অনুমতিও লাগবে। একসাথে একাধিক ধরনের প্রোডাক্ট রাখলে গ্রাহক আসবে আরো বেশি। তাই আইসক্রিম প্রস্তুতকারী সংস্থাগুলির সাথে প্রাথমিকভাবে আলোচনা ও চুক্তি সেরে রাখুন। অন্যদের থেকে আপনার দোকান বা স্টল খানিকটা আলাদাভাবে সাজান। সুন্দরভাবে দোকান সাজালে আকর্ষিত হবেন গ্রাহকরা।