মাসে ইনকাম ৭০ হাজার! বাড়িতে বসেই মিলবে কাঁড়ি কাঁড়ি টাকা, আজই শুরু করুন এই ব্যবসা

বাংলাহান্ট ডেস্ক : যত দিন যাচ্ছে ততই রাজ্যে বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। এই অবস্থায় শুধু চাকরির উপর ভরসা না করে, অনেকেই ছোটখাটো ব্যবসা (Business) শুরু করার পরিকল্পনা করছেন। যারা নতুন উদ্যোগ শুরু করার পরিকল্পনা করছেন তাদের জন্য আজ আমরা একটি দারুন বিজনেস আইডিয়া (Business Idea) নিয়ে এসেছি।

দুর্দান্ত বিজনেস আইডিয়া (Business Idea)

এটিএম ফ্রাঞ্চাইজির (ATM Franchise) ব্যবসা (Business) নিয়ে আজ আমরা আলোচনা করব। ঘরে বসে এই ব্যবসার মাধ্যমে রোজগার (Income) করা যাবে মোটা টাকা। এটিএম ফ্রাঞ্চাইজি আপনারা নিতে পারেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাঙ্ক অথবা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে।

   

আরোও পড়ুন : হলুদ বা লাল কিন্তু নয়! এটাই হচ্ছে সূর্যের আসল রং! সঠিক উত্তর শুনলে আকাশ থেকে পড়বেন আপনিও

ব্যাংকের পক্ষ থেকে ঠিকাদার নিয়োগের মাধ্যমে দেওয়া হয় এটিএম ফ্রাঞ্চাইজি। TATA Indicash, Muthor ATM ও India One ATM এর মতো সংস্থাগুলোর সাথে মূলত চুক্তি করা হয় এটিএম মেশিন ইন্সটল করার জন্য। যদি আপনারা এটিএম মেশিনের ফ্র্যাঞ্চাইজি নিতে চান তাহলে ওই নির্দিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে।

আরোও পড়ুন : সাবধানবাণী! রাতে ক্যাম্পাসে নয় একদম! ‘লেডি ডাক্তার’দের জন্য নয়া নির্দেশ এই মেডিকেল কলেজের

সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও আবেদন জানাবেন না। গোটা দেশজুড়ে এই ধরনের ফ্র্যাঞ্চাইজি দেওয়ার নাম করে চলছে প্রতারণা চক্র। এই ধরনের প্রতারকদের থেকে সাবধান। তবে এই ব্যবসায় (Business) লাভ আছে। প্রথমে আপনাকে ৫০ থেকে ৮০ বর্গফুটের একটি জায়গা বাছাই করতে হবে এটিএম ফ্রাঞ্চাইজি নেওয়ার জন্য।

atm 2

জনসমাগম বেশি হয় এমন জায়গা বেছে নিতে হবে আপনাকে। যে জায়গাটি বাছবেন সেটি অবশ্যই ঢালাই ছাদের হতে হবে। পাশাপাশি যে জায়গাটি আপনি বাছাই করবেন সেটি যেন অন্য একটি এটিএম থেকে ১০০ মিটার দূরে হয়। এরই সাথে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের থেকে অনুমতি নিতে হবে  V-SAT বসানোর জন্য।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর