বাংলাহান্ট ডেস্ক : কথায় আছে ‘যে রাঁধে সে চুলও বাঁধে।’ সমাজের প্রতিটা ক্ষেত্রে এই কথা প্রমাণ করে দেখাচ্ছেন মহিলারা। ঘর-সংসার সামলেও সমানতালে পুরুষের সাথে কর্মক্ষেত্রেও জয়গান শোনা যাচ্ছে মহিলাদের। তবে অনেক মহিলাই রয়েছেন যারা সংসার সামলে বাইরে গিয়ে কাজ করার সুযোগ পান না। এই ধরনের মহিলাদের মধ্যেও রয়েছে স্বাবলম্বী হওয়ার বাসনা। কিন্তু কী করলে সংসার সামলেও উপার্জন করতে পারবেন টাকা?
আজকের প্রতিবেদনে রইল ব্যবসার (Business) সন্ধান।
এমন অনেক ব্যবসা রয়েছে যা ঘরে বসেও করা যায়। বাজারে এই ধরনের ব্যবসার চাহিদাও রয়েছে তুঙ্গে। এই ব্যবসা (Businessman) করে মহিলারা ঘরে বসেই রোজগার (Income) করতে পারেন লক্ষ লক্ষ টাকা। এই ধরনের ব্যবসা মহিলারা পুরুষদের তুলনায় অনেকটাই ভালো করতে পারেন। তাই সহজেই দেখতে পান লাভের মুখ। এই ধরনের কাজে মহিলারা দক্ষ হয়ে থাকেন বলে গ্রাহকের সংখ্যাও বাড়ে তরতরিয়ে।
আরোও পড়ুন : ভুলে যান পুরনো নিয়ম! এই কাজটি করলেই বাজিমাত! খুব তাড়াতাড়ি মিলবে SIP’র রিটার্ন
মহিলারা চাইলে ঘর থেকেই শুরু করতে পারেন ওয়েডিং প্ল্যানার (Wedding Planner) বা ইভেন্ট ম্যানেজারের (Event Manager) ব্যবসা। প্রচার এবং সৃজনশীলতা যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে এই ব্যবসা (Business) দ্রুত উন্নতি করতে পারে। বাড়ির যেকোনও অনুষ্ঠানে মহিলাদের থেকে দক্ষ বেশি কেউ হয় না। তাই এই ধরনের কাজে অনেক গ্রাহক মহিলাদের উপর ভরসা করেন।
আরোও পড়ুন : মনুষ্যত্ব কী আদৌ অর্জন করেছে বাঙালি? উঠছে প্রশ্ন; উত্তর মিলবে শনির সন্ধ্যায়, ব্যাপারটা কী?
যতটা না ব্যবসায়িক বুদ্ধির প্রয়োজন হয়, ওয়েডিং প্ল্যানার বা ইভেন্ট ম্যানেজারের ব্যবসা (Business) শুরু করার জন্য তার থেকেও বেশি দরকার হয় কোনও অনুষ্ঠান আয়োজন ও সম্পন্ন করার দক্ষতা। এই ব্যবসা একবার শুরু করলে ধীরে ধীরে বাড়বে পরিচিতি। আসতে আসতে পাবেন কাজ। এই ধরনের ব্যবসা শুরু করার জন্য খুব একটা বেশি বিনিয়োগের প্রয়োজন হয় না।
Youtube এ অসংখ্য ভিডিও রয়েছে ওয়েডিং প্ল্যানিং বা ইভেন্ট ম্যানেজমেন্টের উপর। ব্যবসা (Business) শুরু করার আগে এই ধরনের ভিডিওগুলি মন দিয়ে দেখুন। তাহলে এক দিকে যেমন বাড়বে অভিজ্ঞতা, অন্যদিকে বাড়বে সৃজনশীলতা। মহিলাদের সাজগোজের প্রতি আকর্ষণ নতুন কিছু নয়। তাই আপনারা চাইলে বিউটি পার্লারের ব্যবসাও শুরু করতে পারেন।
বাড়ির একটি ঘরকে পার্লার বানিয়ে ফেলা যায়। ১৫ থেকে ২০ হাজার টাকা বিনিয়োগ করে কিনে ফেলা যায় পার্লারের জিনিসপত্র। তারপর কিছুটা প্রচার করার পর আপনার পার্লারের পরিচিতি নিঃসন্দেহে নতুন দিগন্ত পাবে। অনেকেই রয়েছেন যারা বিউটি পার্লার চালিয়ে মাসে এক লক্ষ টাকারও বেশি আয় করেন। বিশেষ করে বিয়ের মরশুমে এই ধরনের ব্যবসার চাহিদা অনেকটাই বেড়ে যায়।