বাংলাহান্ট ডেস্ক : পুরুষদের সাথে সমান তালে এখন এগিয়ে চলেছেন মহিলারা। শিক্ষা থেকে কর্মক্ষেত্র, সর্বক্ষেত্রেই নারীরা প্রমাণ করেছেন ‘যে রাঁধে সে চুল বাঁধে।’ তবে অনেক সময় গৃহবধূ বা মহিলাদের সম্ভব হয় না বাইরে গিয়ে কাজ করার। ঘরে বসে অনেকে তাই কাজের সন্ধান করে থাকেন। আজকের প্রতিবেদনে আমরা এমন চারটি বিজনেস (Business) আইডিয়া (Idea) দিতে চলেছি যা মহিলারা ঘরে বসেই শুরু করতে পারেন। এই ব্যবসার (Business) মাধ্যমে বর্তমানে বহু মহিলাই প্রতি মাসে রোজগার করছেন মোটা অংকের টাকা।
ব্যবসা (Business) করেই বাজিমাত
• বিউটি পার্লার : মহিলাদের রূপচর্চার জন্য বিউটি পার্লার অনেক আগে থেকেই পরিচিত। তাই আপনারা ঘরে বসেই শুরু করে দিতে পারেন বিউটি পার্লার। বিউটি পার্লার খোলার জন্য দরকার হবে প্রাথমিক প্রশিক্ষণের। তাছাড়াও প্রয়োজন হবে কিছু জিনিসপত্রের। স্বল্প বিনিয়োগে বিউটি পার্লারের ব্যবসা (Business) লাভদায়ক হতে পারে।
• ফিটনেস সেন্টার : আজকাল সবাই স্বাস্থ্য সচেতন। তাই আপনার বাড়িতেই আপনি খুলে ফেলতে পারেন ফিটনেস সেন্টার। সেখানে যোগা, ব্যায়াম ও অন্যান্য শারীরিক চর্চার প্রশিক্ষণ দিতে পারেন অন্যদের।
আরোও পড়ুন : বাঙালি হিন্দুদের বড় উপহার দিল অসম সরকার! পাল্টে গেল করিমগঞ্জের নাম
• ক্লাউড কিচেন : আজকাল অনলাইন ফুড ডেলিভারি অত্যন্ত জনপ্রিয়। বাড়ির মহিলারা চাইলে বাড়িতেই শুরু করতে পারেন ক্লাউড কিচেন। আপনার বাড়িতে তৈরি করা খাবার ফুড ডেলিভারি অ্যাপ পৌঁছে দেবে গ্রাহকের বাড়িতে। Zomato, Swiggy ইত্যাদি অ্যাপে রেজিস্ট্রেশন করে শুরু করতে পারেন ক্লাউড কিচেন।
• কোচিং সেন্টার : গৃহ শিক্ষকতা করে সম্মানের সাথে সাথে রোজগার করা যেতে পারে টাকাও। কোচিং সেন্টার তৈরি করে বাড়িতেই শুরু করতে পারেন পড়ানো।