বাংলাহান্ট ডেস্ক : দিনে দিনে স্টার্টআপ ব্যবসায় (Business) আগ্রহ বাড়ছে মানুষের। ঝুঁকি নিয়ে নতুন কিছু শুরু করার জন্য উদগীব আমজনতা। কেউ কেউ আবার চাকরির সঙ্গে বাতি রোজকারের জন্য ব্যবসা করতে চাইছেন। বিষয়টাকে দুই ভাবেই দেখা যায়। তবে তার আগে প্যাশন এবং দক্ষতা কিসে রয়েছে সেটা আগে জানা দরকার।
ব্যবসা (Business) দিয়েই বাজিমাত
হঠাৎ করে ব্যবসায় (Business) নেমে গেলে হবে না তার জন্য প্রয়োজন বাজার বিশ্লেষণ করা। বর্তমানে পরিস্থিতিতে কোন ধরনের বাজারে কোন ধরনের প্রোডাক্টের চাহিদা রয়েছে সেই সম্পর্কে সম্যক জ্ঞান থাকা প্রয়োজন। মানুষ কি চাইছেন, গ্রাহকরা কি চাইছেন সেই বিষয়ে খুটিয়ে দেখতে হয়। বর্তমানে অল্প টাকাতেই ব্যবসা শুরু করা যায়।
আরোও পড়ুন : ফের লাফিয়ে এগোলো গল্প, বদলে গেল নায়িকা! ১০০০ পর্বের মুখে এসে “বিরাট” পরিবর্তন জলসার মেগায়
প্রচুর টাকা ইনভেস্ট (Investment) করতে হবে প্রথমেই এমন কোন কথা নেই। হাতে ১৫ হাজার টাকা থাকলেই হবে। দোকান বা স্টোরও খুলতে হবে না। বর্তমানে প্রচুর ই-কমার্স প্ল্যাটফর্ম রয়েছে। আর এই প্লাটফর্ম গুলো কে ব্যবহার করে ব্যবসা শুরু করতে পারেন অনেকেই। হয় প্রোডাক্ট বিক্রি করতে হবে তা না হলে গ্রাহককে সার্ভিস দিতে হবে।
আরোও পড়ুন : জোড়া ভিলেনেই লুকিয়ে “বিপদ”! TRP নামতেই এবার “তোলপাড়” করা পর্ব আনছে ‘কথা’
অল্প পুঁজিতে ব্যবসা শুরু করার এর থেকে ভালো উপায় আর হয় না। বিশেষ কোন স্কিল কিংবা দক্ষতা থাকলে পুঁজিরও প্রয়োজন পড়ে না। ফ্রিল্যান্সিং শুরু করা যায়। সেক্ষেত্রে নিজেকে বিশেষভাবে উপস্থাপন করা জরুরী। বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের ডিজাইন করা চেয়ার থেকে শুরু করে আসবাবপত্র সহ ফ্যাশন সামগ্রীর প্রচুর চাহিদা রয়েছে। ১৫০০০ টাকা দিয়ে এই সকল ব্যবসাতে অংশগ্রহণ করা যায়।
স্মার্টফোনের যুগে মোবাইল রিপেয়ারিংয়ের ব্যবসাও বেশ লাভজনক হতে পারে। সেক্ষেত্রে ট্রেনিং প্রয়োজন।আজকাল সরকারের বিভিন্ন প্রকল্পের জন্য সিএসসি তে ভিড় যেমন অনেকেই। অল্প পুঁজি খরচ করে এমন সার্ভিস সেন্টার চালু করতে পারলে অনেক লাভ। প্যান কার্ড আধার কার্ড থেকে শুরু করে বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের কাজ কুড়ি মাস গেলে মোটা টাকা ইনকাম করা সম্ভব।