আর্থিক প্রতারণার অভিযোগ! গভীর রাতে ED-র হাতে গ্রেফতার ‘তৃণমূল ঘনিষ্ঠ’ ব্যবসায়ী কৌস্তুভ রায়

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আর্থিক প্রতারণার অভিযোগ! গভীর রাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (ED) হাতে গ্রেফতার জনপ্রিয় ব্যবসায়ী কৌস্তুভ রায় (Kaustav Roy)। নানা মহলে তিনি শাসকদল তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ট বলেও পরিচিত। সূত্রের খবর, আর্থিক অনিয়মের অভিযোগে তাকে বহুক্ষন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার (Arrested) করা হয়।

জানা যাচ্ছে, গোয়েন্দাদের সঙ্গে তদন্তে সহযোগিতা না করার জন্য তাকে গ্রেফতার করা হয়। আজ তাকে ইডির বিশেষ আদালতে তোলা হবে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, কৌস্তুভের বিরুদ্ধে আগেও বহুবার আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। তার অফিস এবং বাড়িতেও কিছুমাস আগে অভিযান চালায় আয়কর দফতর।

সূত্রের খবর, সেই সময় বহুক্ষণ তার অফিস, বাড়িতে তল্লাশি চালিয়ে কিছু নথি উদ্ধার করেন গোয়েন্দারা। এরপর গতকাল সকালে তাকে তলব করে ইডি। সকালে হাজিরা দেওয়া সম্ভব নয় বলে বিকেলে ৪টে নাগাদ হাজিরা দিতে যান কৌস্তভ।

সূত্রের খবর এরপর টানা জিজ্ঞাসাবাদ করার পর গভীর রাতে গ্রেফতার করা হয় তাকে। ইতিমধ্যেই তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা। আজ তাকে ইডির বিশেষ আদালতে তোলা হবে বলে জানা যাচ্ছে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X