বাংলা হান্ট ডেস্কঃ করোনার ফলে আর্থিক পরিস্থিতি ভেঙে পড়ায় দীর্ঘ অভিজ্ঞতা থাকা সত্ত্বেও চাকরি হারিয়েছেন অনেকেই। অন্যদিকে চাকরিপ্রার্থী বেকারদের অবস্থাও ক্রমশ করুন হয়ে পড়ছে। এই অবস্থায় নতুন ধরনের ব্যবসার আইডিয়া খুঁজছেন অনেকেই। আপনিও কি ভাবছেন নতুন ব্যবসা শুরু করার কথা? তাহলে আপনার জন্য রইলো একটি সুন্দর আইডিয়া, যা সহজে আপনাকে বানাতে পারবে লাখোপতি।
মুক্তো এমন একটি রত্ন, ভারতীয় অলংকারের ক্ষেত্রে যা অনেক ক্ষেত্রে অপরিহার্য। আপনাকে জানাই এই মুক্তো তৈরীর ব্যবসাই হতে পারে অত্যন্ত লাভজনক। এর জন্য সরকার থেকেও প্রায় ৫০% ভর্তুকি পাওয়া যায়। আপনি যদি এই ব্যবসা শুরু করতে চান তাহলে আপনার তিনটি বিষয় প্রধানত প্রয়োজন। একটি পুকুর, ঝিনুক এবং উপযুক্ত প্রশিক্ষণ। জানিয়ে রাখি প্রশিক্ষণের জন্য তিনি মধ্যপ্রদেশের হোশঙ্গাবাদ এবং মুম্বাইয়ে একাধিক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে।
এবার আসি মুক্তো চাষের জন্য সবচেয়ে বড় প্রয়োজন যা সেই ঝিনুকের ব্যাপারে। অনেক রাজ্যেই এখন মুক্তো চাষের জন্য ঝিনুক পাওয়া যায়। তবে দক্ষিণ ভারত ও বিহারের দরভাঙ্গার ঝিনুকের মান সবথেকে ভালো। মুক্তো চাষের জন্য প্রথম আপনাকে ঝিনুকগুলিকে একটি জালে বেঁধে পুকুরে ১০-১৫ দিনের জন্য পুকুরে রেখে দিতে হবে। যাতে তারা নিজেদের উপযুক্ত পরিবেশ তৈরী করে নিতে পারে, এরপর ঝিনুক গুলির অস্ত্রোপচার করা হয় অস্ত্রোপচারের মাধ্যমে একটি ছাঁচের কনা ঝিনুকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। সেখান থেকেই তৈরি হয় মুক্তো।
জানিয়ে রাখি আপনি যদি এক একর একটি পুকুরে ২৫০০০ মত ঝিনুক নিয়ে চাষ শুরু করেন। সেক্ষেত্রে মোটের ওপর আপনার খরচ হতে পারে ৮ লক্ষ টাকা। একটি ঝিনুক থেকে মোট দুটি মুক্ত পাওয়া যায়। সে ক্ষেত্রে মোটের উপর যদি ৫০% ঝিনুক থেকে মুক্তো লাভ করেন আপনি তাহলেই আপনার আয় হতে পারে ৩০ থেকে ৩২ লক্ষ টাকা। কারন এ ধরনের একটি মুক্তোর দামই বাজারে প্রায় ১২০ থেকে ২০০ টাকা। তবে মাথায় রাখবেন এর জন্য উপযুক্ত প্রশিক্ষণ একান্ত প্রয়োজন।