ওষুধের দোকানে থেকে শুরু করে কফিশপে কাজ! টাটা, আদানি, আম্বানিদের প্রথম চাকরি শুনলে অবাকই হবেন

বাংলাহান্ট ডেস্ক : রতন টাটা থেকে মুকেশ আম্বানি, ভারতে (India) কোটিপতি ব্যবসায়ীর (Businessman) সংখ্যা কম না। ভারত তথা বিশ্বের অন্যতম ধনকুবের এনারা। আজ বহু মানুষের অনুপ্রেরণা টাটা-আদানি-অম্বানি। তবে জানেন এনাদের জীবনের প্রথম কাজ কী ছিল?রিলায়েন্স ইন্ডাস্ট্রিসের প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানির (Dhirubhai Ambani) জন্ম গুজরাতের একটি গ্রামে।

আর্থিক কারণে স্কুলের পড়াশোনাও শেষ করতে পারেননি তিনি। পরিবারকে আর্থিক সাহায্যের জন্য তিনি ছোটবেলা থেকেই শুরু করেন বিভিন্ন কাজ। ১৯৮৮ সালে বুননের কাজ নিয়ে তিনি পাড়ি দেন ইয়েমেনের এডেনে। সেখানকার একটি গ্যাস স্টেশনে চাকরি করতে শুরু করেন ধীরুভাই। এটিই ছিল ধীরুভাই আম্বানির প্রথম কাজ।

আরোও পড়ুন : লেট হচ্ছে ট্রেন ছাড়তে! ক্ষেপে গিয়ে যাত্রীরা যা করল… তুলকালাম হাওড়া স্টেশনে

৩০০ টাকা বেতনের চাকরি দিয়ে ধীরুভাই আম্বানি নিজের ক্যারিয়ার শুরু করেন। ১৯৬১ সালে টাটা স্টিল সংস্থায় সাধারণ কর্মী হিসেবে যোগদান করেন রতন টাটা (Ratan Tata)। এরপর তিনি যুক্ত হন টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ কোম্পানি (টেলকো)-তে। অন্য সংস্থার মোটা বেতনের চাকরি তিনি ছেড়ে দিয়েছিলেন শুধুমাত্র এই সংস্থার জন্য।

আরোও পড়ুন : ভোটার কার্ড থাকলেও দিতে পারবেন না ভোট! বিপদে পড়ার আগে হন সতর্ক

কিরণ মজুমদার শ ভারতের অন্যতম সফল মহিলা ব্যবসায়ী। ২০ হাজার ৮৮৩ কোটি টাকার মালিক বেঙ্গালুরুতে নিজের সংস্থা খোলেন। তিনি যখন অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতেন তখন হাত খরচের জন্য একটি কফিশপে কাজ নেন। এরপর ভারতে ফেরার পরও তিনি সেই কাজে কিছুদিন যুক্ত ছিলেন।

Adani Tata 1

আদানি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা গৌতম আদানি বর্তমানে ৬ লক্ষ ৯৬ হাজার ৬৫৪ কোটি টাকার সম্পদের মালিক। তিনি প্রথম জীবনে একটি সংস্থার জন্য হিরে বাছাইয়ের কাজ করতেন। সেই কাজ করার অভিজ্ঞতা সঞ্চয় করে দু-তিন বছর পর নিজের সংস্থা খোলেন।ইন্দ্র নুয়ি ১২ বছর ধরে অন্যতম কর্তা ছিলেন পেপসিকোর। 

তিনি একটি কারখানায় মাত্র ১২ বছর বয়সে প্রথম কাজ শুরু করেন। এরপর তিনি মুম্বাইয়ের একটি বেসরকারি সংস্থাতেও কাজ করেছিলেন। গোদরেজ সংস্থার প্রতিষ্ঠাতা আরদেশির গোদরেজ প্রথম জীবনে কাজ করতেন ওষুধের দোকানে। অস্ত্রোপচারের জন্য যন্ত্রপাতি তৈরির পরিকল্পনা থেকে নিজের ব্যবসা শুরু করেন তিনি।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর