বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ সংক্রান্ত দুর্নীতি, গরু এবং কয়লা পাচারের পাশাপাশি এবার চিটফান্ড মামলাতেও তৎপর হয়ে উঠলো তদন্তকারী অফিসাররা। চিটফান্ড মামলায় এবার সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হলেন হালিশহর (Halisahar) পুরসভার তৃণমূল (Trinamool Congress) চেয়ারম্যানের ঘনিষ্ঠ এক ব্যবসায়ী। সঞ্জয় সিং (Sanjay Singh) নামে ওই ব্যবসায়ীকে গতকাল ১০ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করার পর অবশেষে গ্রেফতার করা হয়েছে। এই মামলায় ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে ধরা পড়েছে মোট তিনজন ব্যক্তি।
বর্তমানে বাংলায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতির পাশাপাশি কয়লা এবং গরু পাচার মামলায় শোরগোল ছড়িয়ে পড়েছে সর্বত্র আর এবার উঠে এলো চিটফান্ড প্রসঙ্গ। এই সংক্রান্ত মামলায় অতীতেই হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানি এবং তৃণমূল কংগ্রেস নেতা প্রণব চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। বর্তমানে প্রণব জামিনে ছাড়া পেলেও তদন্তের জাল ক্রমাগত গোটানোর পথে তদন্তকারী সংস্থা।
উল্লেখ্য, ২০১৪ সালে বর্ধমান সন্মার্গ ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামে একটি চিটফান্ড সংস্থার নামে সর্বপ্রথম অভিযোগ সামনে আসে। পরবর্তীতে এই মামলার তদন্তভার হাতে নেয় সিবিআই এবং পরবর্তীতে একের পর এক অভিযুক্তদের গ্রেফতার করা হয়। এই মামলায় সম্প্রতি সিবিআইয়ের নজরে আসেন রাজু সাহানি এবং তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী সঞ্জয় সিং। এবার সঞ্জয়কে অবশেষে গ্রেফতার করলো তারা।
প্রসঙ্গত, অতীতেও একবার গ্রেফতার হন সঞ্জয় সিং। এক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনের সময়কালে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নাম করে বিজেপি প্রার্থী দ্রৌপদী মুর্মুকে ভোট দেওয়ার জন্য পাণ্ডবেশ্বরের বিধায়ককে হুমকি এবং টাকা দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এক্ষেত্রে ওই বিধায়কের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে পুলিশের হাতে গ্রেফতার হন তিনি আর এবার চিটফান্ড মামলায় সিবিআইয়ের হাতে ধরা পড়লেন সঞ্জয়।
গতকাল সিবিআইয়ের তলব মাঝে সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান রাজু সাহানির ঘনিষ্ঠ ব্যবসায়ী। পরবর্তীতে দীর্ঘ ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চলার পর অবশেষে গ্রেফতার করা হয় সঞ্জয় সিংকে। কলকাতা থেকে আসানসোলে নিয়ে আসার পাশাপাশি আজই তাঁকে আদালতে তোলা হবে বলে খবর।