বাংলাহান্ট ডেস্ক : মঙ্গলবার রাতে মথুরা স্টেশনে যে ট্রেন দুর্ঘটনা ঘটেছে তার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেই সিসিটিভি ফুটেছে দেখা যাচ্ছে কীভাবে ট্রেনটি লাইন থেকে প্লাটফর্মে উঠে গিয়েছিল। মথুরা স্টেশনে প্রবেশ করার পরে ট্রেনটিকে লোকো পাইলটের নিয়ে যাওয়ার কথা ছিল ইয়ার্ডে। কিন্তু সেই লোকো পাইলট নিজের সিট ছেড়ে উঠে গেলে সেখানে প্রবেশ করেন এক আলোক কর্মী।
সেই রেল কর্মীর কাঁধে ছিল একটি ব্যাগ। ওই রেল কর্মী সেই সময় ভিডিও কলে কথা বলছিলেন। ভিডিও কলে কথা বলার সময় তার ব্যাগটি রেখে দেন থ্রোটলে। যেই মুহূর্তে তিনি তার ব্যাগ থ্রোটলে রাখেন সেই মুহূর্তেই ওই ট্রেনটি দু’নম্বর প্লাটফর্মে ৩০ মিটার উঁচুতে উঠে যায়। থ্রোটল ইঞ্জিনে অ্যাক্সিলারেটর হিসেবে কাজ করে। এই ভাবেই ট্রেনের গতি নিয়ন্ত্রণ করা হয়।
আরোও পড়ুন : এ যেন এক বিরল মহাজাগতিক ঘটনা! সুপারমুন আজ সন্ধ্যার আকাশে, জানুন কখন দেখবেন
পরে দেখা গেছে শচীন নামের ওই রেল কর্মী মদ্যপ অবস্থায় ছিলেন। উত্তর রেলওয়ের ইএমইউ ট্রেন প্রতিদিন দিল্লি শাকুর বস্তি স্টেশন থেকে মথুরা (Mathura) পর্যন্ত যাতায়াত করে। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেওয়া প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রেনটি রাত ১০.৪৯ মিনিটে মথুরা স্টেশনে পৌঁছায়।
Mathura Train accident caught on camera pic.twitter.com/gLyvZMlRyT
— Harsh Tyagii (@tyagiih5) September 28, 2023
লোকো পাইলট নামার পর লাইটিং স্টাফ শচীন প্রবেশ করেছিলেন ট্রেনে। এরপর এক মিনিটের মধ্যে ট্রেনটি ডেড এন্ড ভেঙ্গে প্ল্যাটফর্ম নম্বর ২ এর উপর উঠে যায়। প্রসঙ্গত, এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শচীন ছাড়াও আরও ৪ জন যথাক্রমে টেকনিক্যাল স্টাফ হরভজন সিং, ব্রজেশ কুমার ও কুলজিৎ এবং লোকো পাইলট হরি শর্মাকে বরখাস্ত করা হয়েছে।