বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি আইপিএলের প্রথম শতরানটি দেখলো ক্রিকেট বিশ্ব। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আজ মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করতে নেমে আইপিএল ২০২২ এর প্রথম শতরানটি করেন রাজস্থান ওপেনার জস বাটলার। মাত্র ৬৬ টি বল খেলে ১১ টি চার এবং ৫ টি ছয়ের সাহায্যে এই কাজটি করেন তিনি।
চলতি আইপিএলে এখনও অবধি সবচেয়ে বড় ব্যক্তিগত রানের ইনিংসটি খেলেছিলেন ফ্যাফ দু প্লেসিস। দক্ষিণ আফ্রিকান তারকা পাঞ্জাবের বিরুদ্ধে ৮৮ রান করেছিলেন। কিন্তু তার এবারের রেকর্ডটি ভেঙে গেল। প্রথমদিকে ওপেনার যশস্বী জয়সওয়াল এবং তিন নম্বরে নামা দেবদত্ত পাডিকল-কে দ্রুত হারালেও তিনি টিকে ছিলেন। বাসিল থাম্পি, মুরুগান অশ্বিনদের বিরুদ্ধে মারমূখী ব্যাটিং করে এবং শেষদিকে নেমে দুরন্ত ব্যাটিং করা শেমরণ হেটমায়ারকে (১৪ বলে ৩৫) নিয়ে দলকে বড় স্কোরে পৌঁছে দেন বাটলার।
এর ফলে অরেঞ্জ ক্যাপের দৌড়েও আন্দ্রে রাসেল-কে পেছনে ফেলে দিলেন তিনি। গতকালই ফ্যাফ দু প্লেসিসকে টপকে আন্দ্রে রাসেল অরেঞ্জ ক্যাপের তালিকায় শীর্ষে উঠেছিলেন। কিন্তু আজ ১০০ রান করার পর তাকে টপকে গেলেন বাটলার। দুই ম্যাচে তার সর্বমোট স্কোর ১৩৩।
যদিও যতটা বড় রান করতে পারতো রাজস্থান, ততটা বড় রান তারা করতে ব্যর্থ হয়। সৌজন্যে যশপ্রীত বুমরা ও টাইমাল মিলস। রাজস্থান ইনিংসের শেষ দুই ওভারে তারা দুজনে দেন মাত্র ১১ রান। ১৯ তম এবং নিজের চতুর্থ ওভারে মাত্র ৩ রান দিয়ে বাটলারকে ইয়কর্ড এবং হেটমায়ারকে ডিপ মিড উইকেটে ক্যাচ তুলিয়ে ফেরান তিনি। বাটলারের শতরান সত্ত্বেও ২০০-র গন্ডি পেরোতে ব্যর্থ হয় রাজস্থান। তাদের স্কোর ৮ উইকেট হারিয়ে ১৯৩। ১৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বুমরা।