বৃথা গেল বাটলারের অর্ধশতরান, হার্দিকের অধিনায়কোচিত ইনিংসে জয়ে ফিরলো গুজরাট

বাংলা হান্ট নিউজ ডেস্ক: হায়দরাবাদের বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরলো গুজরাট। অধিনায়ক হার্দিক পান্ডিয়া সময়ে ছন্দে ফিরেছেন। তার ৮৭ রানের ইনিংসের দৌলতেই আজ বড় জয় পেয়েছে গুজরাট। সেইসঙ্গে জয়ের ছন্দে থাকা রাজস্থান বাটলারের ৫৪ রানের ঝড়ো ইনিংস সত্ত্বেও ৩৭ রানের ব্যবধানে হেরেছে।

প্রথমে ব্যাট করতে নেমে খুবই খারাপ শুরু করে গুজরাট টাইটান্স। আজকে ফের ব্যর্থ হন গুজরাটের দুই ওপেনার ম্যাথু ওয়েড (১২) এবং শুভমান গিল (১৩)। দলে ফেরা বিজয় শঙ্কর আজ আবার ব্যর্থ। ৭ বলে মাত্র ২ রান করেন তিনি। এরপর গুজরাটের ইনিংসকে টানেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

   

গত ম্যাচে অর্ধশতরান করেছিলেন হার্দিক। কিন্তু তা ছিল অত্যন্ত ধীর গতির ইনিংস। আজ ফের স্বমহিমায় পুরোনো হার্দিক পান্ডিয়াকে মাঠে দেখা গেছে। ৫২ বলে ৮ টি চার ৪ টি ছক্কা সহযোগে ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তাকে যোগ্য সঙ্গত দেন অভিনব মনোহর (৪৩)। শেষদিকে নেমে ১৪ বলে ৩১ রানের একটি দুর্দান্ত ক্যামিও খেলে গুজরাটের স্কোর ১৯২-এ নিয়ে যান ডেভিড মিলার।

josh buttler

রান তাড়া করতে নেমে ঝড় তোলেন বাটলার। আজ বড় রান করে তার থেকে অরেঞ্জ ক্যাপ কিছুক্ষনের জন্য ছিনিয়ে নিয়েছিলেন হার্দিক। কিন্তু প্রথম ওভারেই ফের তা দখল করে নেন তিনি। কিন্তু তিনি ২৪ বলে ৫৪ রানের ইনিংস খেললেও তাতে লাভ হয়নি। বাটলার ছাড়া আর কোনও টপ অর্ডারের ব্যাটার আজ দাঁড়াতে পারেননি। শেষদিকে হেটমায়ার, রিয়ান পরাগ-রা চেষ্টা করেছিলেন। কিন্ত ততক্ষনে অনেক দেরি হয়ে গেছে। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলেই শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস। দুর্দান্ত বোলিং করে মাত্র ২৩ রান খরচ করে ৩ উইকেট নেন গুজরাটের লকি ফার্গুসন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর