বাংলা হান্ট ডেস্ক: গাড়িপ্রেমীদের কাছে এবার সুখবর! বৈদ্যুতিক যানবাহন কেনার ক্ষেত্রে এবার বিরাট ছাড় দিতে চলেছে মহারাষ্ট্র সরকার। এমনিতেই ২০২১-এর বৈদ্যুতিক যান সংক্রান্ত নীতিতে মহারাষ্ট্র সরকার গত বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে বৈদ্যুতিক যান কেনায় একটি বিরাট ভর্তুকি ঘোষণা করেছিল। এবার আরও একধাপ এগিয়ে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত বৈদ্যুতিক গাড়ির কেনাকাটায় আরও ১ লক্ষ টাকার ভর্তুকি ঘোষণা করেছে সরকার।
অর্থাৎ, দু’টি ভর্তুকি মিলিয়ে প্রায় আড়াই লক্ষ টাকার ছাড় দিয়েছে সরকার। তবে বর্তমানে, শুধুমাত্র দুটি বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে সরকারের এই ভর্তুকি গ্রহণযোগ্য। এর মধ্যে রয়েছে Tata Tigor EV এবং Nexon EV। এদিকে ভারতে বিক্রি হওয়া অন্যান্য বৈদ্যুতিক গাড়ি যেমন Hyundai Kona, MG ZS EV, Jaguar I-Pace এবং Audi e-tron এই ছাড় পাচ্ছে না কারণ এই গাড়িগুলি 30kW-R এর ক্ষমতাসম্পন্ন ব্যাটারি সহযোগে আসে।
এই ব্যাটারি রাজ্য সরকার কর্তৃক নির্ধারিত সীমার মধ্যে ভর্তুকি পাওয়ার যোগ্য নয়। পাশাপাশি, দুই চাকার গাড়ি সহ সমস্ত বৈদ্যুতিক যানবাহনের ক্রয়ের উপর গ্রাহকদের জন্য সরকার কর্তৃক রোড ট্যাক্স এবং রেজিস্ট্রেশন ফিও মকুব করা হয়েছে।
এছাড়াও, কেউ যদি রাজ্য-অনুমোদিত স্ক্র্যাপইয়ার্ডে পুরানো গাড়িটি বাতিল করেন, সেক্ষেত্রে মহারাষ্ট্র সরকার তাকে প্রায় ২৫,০০০ টাকার আলাদা ছাড় দেবে। অপরদিকে, বৈদ্যুতিক দু’চাকার গাড়ির ক্ষেত্রেও থাকছে ভর্তুকির সুবিধা। ব্যাটারির ক্ষমতা অনুসারে সেক্ষেত্রে ছাড়ের সুবিধা উপলব্ধ হবে।
তবে, দিল্লির সরকার বর্তমানে তাদের প্রথম ১ হাজার বৈদ্যুতিক গাড়িতে ভর্তুকি দেওয়ার লক্ষমাত্রা পূরণ করায় আপাতত ভর্তুকি তুলে নিয়েছে। পাশাপাশি, মহারাষ্ট্র সরকার প্রথম ১০,০০০ বৈদ্যুতিক গাড়ির ওপর এই ভর্তুকির লক্ষমাত্রা রেখেছে। তবে, বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর চিপের ঘাটতির কারণে গাড়ির উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্রাহকদের গাড়ির ডেলিভারি পেতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। যেকারণে নতুন বৈদ্যুতিক গাড়ি কেনার জন্য গ্রাহকদের দীর্ঘসময় অপেক্ষাও করতে হচ্ছে।