স্বাধীনতা দিবসে স্বল্পমূল্যে এইভাবে অনলাইনে তেরঙ্গা কিনুন পোস্ট অফিস থেকে! মিলবে ফ্রি ডেলিভারি

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরে দেশজুড়ে পালিত হতে চলেছে ৭৬ তম স্বাধীনতা দিবস (Independence Day)। এমতাবস্থায়, “হর ঘর তেরঙ্গা অভিযান 2.0”-এর অংশ হিসেবে সারা দেশে পোস্ট অফিসগুলিতে তেরঙ্গা বিক্রি শুরু হয়েছে৷ ইতিমধ্যেই ভারত সরকার দেশের সমস্ত নাগরিককে তাঁদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনে উৎসাহিত করার জন্য প্রচারও শুরু করেছে।

পাশাপাশি ডাক বিভাগ তার ওয়েব পোর্টাল www.indiapost.gov.in-এর মাধ্যমে জাতীয় পতাকার অনলাইন সেলের ক্ষেত্রেও ঘোষণা করেছে। এই প্রসঙ্গে অল-ইন্ডিয়া রেডিও নিউজের অফিসিয়াল টুইট অনুসারে জানা গিয়েছে, ইন্ডিয়া পোস্ট অফিস “হর ঘর তিরঙ্গা” উদযাপনের জন্য দেশের ১.৬০ লক্ষ পোস্ট অফিসের মাধ্যমে জাতীয় পতাকা বিক্রি করবে।

   

উল্লেখ্য যে, সরকার আগামী ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত “হর ঘর তিরঙ্গা” অভিযান পরিচালনা করছে। এদিকে, ডাক বিভাগের ই-পোস্ট অফিস সুবিধার মাধ্যমেও নাগরিকরা জাতীয় পতাকা কিনতে পারবেন বলে জানা গিয়েছে।

ইন্ডিয়া পোস্টের মাধ্যমে এইভাবে অনলাইনে তিরঙ্গা কিনতে হবে:
১. প্রথমে ইন্ডিয়া পোস্টের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
২. এরপর ক্রেডেনশিয়াল ব্যবহার করে লগইন করতে হবে।
৩. লগইনের পর “প্রোডাক্ট”-এর অধীনে “ন্যাশনাল ফ্ল্যাগ” অপশনে ক্লিক করে কার্টে অ্যাড করতে হবে।
৪. এরপর কেনার অপশনে ক্লিক করে মোবাইল নম্বর পুনরায় লিখতে হবে এবং OTP ভেরিফাই করতে হবে।
৫. তারপরে পেমেন্ট অপশনে ক্লিক করে পতাকা কেনার খরচ প্রদান করতে হবে।

কত পড়বে দাম: আপনি আপনার নিকটস্থ পোস্ট অফিস অথবা অনলাইনে পোস্ট অফিস থেকে ২৫ টাকা দিয়ে জাতীয় পতাকা কিনতে পারেন। পিআইবির গত ২ অগাস্টের বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, এই কর্মসূচিতে ডাক বিভাগ হল সঠিক মূল্যে জাতীয় পতাকা প্রদানের ক্ষেত্রে সেল এবং ডিস্ট্রিবিউশন এজেন্সি। জাতীয় পতাকার দাম রাখা হয়েছে ২৫ টাকা।

এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে: উল্লেখ্য যে, পতাকার বিক্রয় মূল্যের উপর কোনো GST লাগু নেই। পাশাপাশি, ক্রেতাকে ডেলিভারির ঠিকানা এবং পতাকার সংখ্যা উল্লেখ করতে হবে। মনে রাখবেন একজন গ্রাহক সর্বোচ্চ ৫ টি পতাকা কিনতে পারবেন। অনলাইনে অর্ডার করার সময়ে একটি বৈধ ফোন নম্বর প্রয়োজন হবে। এছাড়াও, একবার অর্ডার দেওয়া হলে, সেটি বাতিল করারও বিকল্প রয়েছে। সর্বোপরি, জাতীয় পতাকা কিনতে গ্রাহকদের ডেলিভারির ক্ষেত্রে কোনো চার্জ লাগবে না।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর