একবার চার্জেই ছুটবে ৩০০ কিমি! মাত্র ১৫,০০০ টাকার ডাউন পেমেন্টে কিনে ফেলুন এই দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যত দিন এগোচ্ছে ততই বৈদ্যুতিক যানবাহনের (Electric Vehicles) প্রতি আকৃষ্ট হচ্ছেন সকলে। মূলত, ক্রমবর্ধমান জ্বালানির দাম থেকে বাঁচতে এবং পরিবেশ দূষণ রোধের বিষয়টিকে মাথায় রেখেই বৈদ্যুতিক বাইক কিংবা গাড়ি কেনার প্রবণতা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায়, আপনিও যদি চলতি মাসে একটি ইলেকট্রিক স্কুটার (Electric Scooter) কেনার কথা ভেবে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে।

মূলত, আজ আমরা আপনাদের কাছে এমন একটি ইলেকট্রিক স্কুটারের প্রসঙ্গ উপস্থাপিত করব যেটি রীতিমতো টেক্কা দিতে সক্ষম Ola-র বৈদ্যুতিক স্কুটারকেও। এই স্কুটারটির নাম হল Simple One Extra Range Electric Scooter। এটির দুর্দান্ত সব ফিচার্স আপনাকে অবাক করে দেবে। শুধু তাই নয়, আপনি যদি এই স্কুটারটি ফুল পেমেন্টের মাধ্যমে কিনতে না চান সেক্ষেত্রে মাত্র ১৫,০০০ টাকায় ডাউন পেমেন্টেরও ব্যবস্থা রয়েছে।

Simple One Extra Range Electric Scooter: প্রথমেই এই স্কুটারের স্পেসিফিকেশনের প্রসঙ্গে আসা যাক। কোম্পানি দাবি করেছে যে, এই স্কুটারটিতে আপনি সম্পূর্ণ চার্জে ৩০০ কিলোমিটারের বেশি রেঞ্জ পাবেন। পাশাপাশি, এটির সর্বোচ্চ গতিবেগ হল প্রতি ঘন্টায় ১০৫ কিলোমিটার। এদিকে, এই স্কুটারের ব্যাটারি ক্যাপাসিটি হল ৪.৮ kwh+১.৬ kwh। এছাড়াও, এটির মোটরের ক্ষমতা হল ৮৫০০ rpm।

এমতাবস্থায়, Simple One Extra Range Electric Scooter-এর ওজন হল ১১০ কেজি। এটির ভিতরে আপনি ৩০ লিটারের অ্যাডিশনাল স্টোরেজও পাবেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই স্কুটার মাত্র ৩ সেকেন্ডে ০ থেকে ৪০ কিলোমিটার গতি তুলতে সক্ষম হয়। এদিকে, ওই স্কুটারটিতে দু’টি লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে। যেগুলিকে আপনি চার্জিং স্টেশনে অথবা বাড়িতেও চার্জ করতে পারেন। এই ব্যাটারিগুলি ৮০ শতাংশ চার্জ হতে মাত্র ২.৭৫ ঘন্টা সময় নেয়।

কত দাম: এবার যদি আমরা এই স্কুটারের অন-রোড দামের বিষয়টিতে নজর দিই সেক্ষেত্রে এটির শোরুম প্রাইস হল ১,৪০,৯৯৯ টাকা এবং এটির সাথে ৮,৮৪৮ টাকার ইন্স্যুরেন্স চার্জ যুক্ত হবে। এমতাবস্থায়, সামগ্রিকভাবে, দিল্লিতে এই স্কুটারের অন-রোড প্রাইস হবে ১,৫৩,৮৪৭ টাকা।

কিভাবে ১৫,০০০ টাকায় ডাউন পেমেন্ট পাবেন: Simple One Extra Range Electric Scooter-এর সবচেয়ে সস্তা ডাউন পেমেন্ট প্ল্যান ১৫,০০০ টাকা থেকে শুরু হয়। আপনি যদি ১৫,০০০ টাকা পর্যন্ত ডাউন পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনার লোনের পরিমান হবে ১,৩৮,৮৪৭ টাকা। এমতাবস্থায়,আপনি যদি ৩৬ মাসের জন্য ৯.৭ শতাংশ হারে ব্যাঙ্কের সুদ পান, সেক্ষেত্রে আপনাকে প্রতি মাসে ৪,৪৬১ টাকা পেমেন্ট করতে হবে। পাশাপাশি, এই প্ল্যানে আপনাকে অন রোড প্রাইস অনুযায়ী ২১,৭৪৯ টাকা বেশি দিতে হবে।

simple one f2f5607b0b

মাসিক খরচ কত হবে: আপনি যদি এই স্কুটারটি দিল্লিতে প্রতিদিন ২০ কিলোমিটার চালান সেক্ষেত্রে মাসিক খরচ পড়বে মাত্র ১৬৬ টাকা। পাশাপাশি, আপনি যদি এটি প্রতিদিন ৪০ কিলোমিটার চালান সেক্ষেত্রে মাসিক খরচ হবে ৩৩২ টাকা। এছাড়াও, আপনি যদি দৈনিক স্কুটারটিকে ৮০ কিলোমিটার চালান সেক্ষেত্রে প্রতি মাসে খরচ হবে ৬৬৪ টাকা।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর