বাংলাহান্ট ডেস্কঃ ভূমাফিয়া চীন (china) এবার আন্তর্জাতিক অস্ত্র রপ্তানির বাজার দখলের চেষ্টায় মেতে উঠেছে। এই বাজারে সর্বপ্রথম স্থান রয়েছে আমেরিকার, রপ্তানি করে প্রায় ৩৭ শতাংশ হাতিয়ার। আর তারপরই গোটা বিশ্বের অস্ত্র রপ্তানিকৃত দেশ রাশিয়া। তবে এবার এই প্রতিযোগিতার বাজারে নিজেদের নাম নথিভুক্ত করতে উঠে পড়ে লেগেছে চীন সরকার জিনপিং।
সম্প্রতি সময়ে চীনের থেকে প্রচুর পরিমাণে অস্ত্রও কিনেছে ভারতেরই পড়শি দেশ বাংলাদেশ (bangladesh)। কিন্তু চীনের থেকে অস্ত্র কিনে এখন বেকায়দায় পড়েছে হাসিনার দেশ। প্রায় আড়াই বিলিয়ন মার্কিন ডলার খরচ করে নৌসেনার জন্য 053H3 ফ্রিগেট বা রণতরী, বায়ুসেনার জন্য কে-৮ যুদ্ধবিমান, ট্রেনার বিমান ও সেনাবাহিনীর জন্য মিসাইল ডিফেন্স সিস্টেম কিনেছিল বাংলাদেশ সরকার। কিন্তু এখন তা ব্যবহার করতে গিয়ে দেখা যাচ্ছে একাধিক যান্ত্রিক ত্রুটি। যার ফলে বিপাকে পড়তে হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীকে।
প্রধানত, আমেরিকা ও ইউরোপের দেশগুলির তৈরি করা যুদ্ধের হাতিয়ার একদিকে তা যেমন শক্তিশালী হয়, অন্যদিকে তেমনই তা হয় খরচ সাপেক্ষও। আর সেটাকেই হাতিয়ার করে কমে দামে অস্ত্র রপ্তানি করছে চীন। কিন্তু কম দামে বিক্রি করা হাতিয়ারে দেখা দিচ্ছে একাধিক যান্ত্রিক ত্রুটিও। আর তা কিনে বর্তমানে প্রবল সমস্যার মুখে বাংলাদেশ সরকার।
জানা গিয়েছে, প্রযুক্তিগত সমস্যা দেখা গিয়েছে চীনের থেকে ক্রয় করা DA-40 বেসিক ট্রেনার বিমানগুলিতে। লক্ষ্য স্থির করে ছোঁড়া মিসাইল, কে-৮ যুদ্ধবিমানগুলি, FM-90 মিসাইল ডিফেন্স সিস্টেম, 053H3 ফ্রিগেটগুলি, ‘Poly Technologies Inc’-এর তৈরি রণতরীগুলির জাহাজের হাতিয়ারগুলিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, সব ক্ষেত্রেই দেখা দিচ্ছে নানবিধ সমস্যা।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার