বিদ্যুতের বিল নিয়ে চিন্তিত? এবার এই কাজটি করে গ্রীষ্মকালে নিশ্চিন্তে চালান AC, কুলার, ফ্যান

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই সর্বত্র গ্রীষ্মের প্রভাব ক্রমশ স্পষ্ট হচ্ছে। চলতি বছরে মার্চ মাসের মাঝামাঝি সময় থেকেই গ্রীষ্মের দাবদাহ শুরু হয়ে গিয়েছে। এমতাবস্থায়, এই সময়টাতে ফ্যান, কুলার ও AC-র মত বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার বৃদ্ধি পায়। আর সেই কারণেই গ্রীষ্মের মরশুমে বিদ্যুতের বিলের (Electricity Bill) পরিমানও অনেকটাই বেড়ে যায়।

এদিকে, অনেকে আবার ক্রমবর্ধমান বিলের জেরে চিন্তিতও হয়ে পড়েন। তবে, বর্তমান প্ৰতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একটি বিষয়ের প্রসঙ্গ উপস্থাপিত করব যেটি আপনাকে বিদ্যুৎ বিলের চিন্তা থেকে মুক্তি দেবে। এমনকি, আপনি নিশ্চিন্তে কুলার ও AC-র মত বৈদ্যুতিক যন্ত্রগুলি ব্যবহার করতে পারবেন। তবে, তার জন্য আপনাকে একটি উপায় অবলম্বন করতে হবে।

করে ফেলুন এই কাজটি: আপনি যদি ক্রমবর্ধমান বিদ্যুৎ বিলের বিষয়টি এড়াতে চান সেক্ষেত্রে সরকার এমন একটি উপায় নিয়ে এসেছে যেটির আপনি সময়মতো সুবিধা নিতে পারেন। সরকার এখন বিনামূল্যে প্রতিটি বাড়িতে সোলার প্যানেল বসানোর কাজ করছে। এমতাবস্থায়, সোলার প্যানেল বসিয়ে প্রতি মাসে হাজার হাজার টাকার বিদ্যুৎ বিল বাঁচাতে পারেন আপনি। সোলার প্যানেলের সাহায্যে আপনি AC, কুলার এবং ফ্যানের মতো যন্ত্রগুলি খুব সহজেই চালাতে পারবেন। এর জন্য আপনাকে আবেদন করতে হবে।

মিলছে ভর্তুকি: সরকারের কাছ থেকে অনুমোদন নেওয়ার পর, আপনি এটির সুবিধা নিতে পারেন। মূলত, সোলার প্যানেলের সাহায্যে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়। সোলার থেকে উৎপাদিত বিদ্যুতের জন্য প্রতি ইউনিটে মাত্র ৩.৫০ টাকা দিতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, সাধারণত বিদ্যুৎ এখন প্রতি ইউনিটে ৫ থেকে ৬ টাকায় পাওয়া যাচ্ছে।

bigstock electricity meter 1593273391269

এছাড়াও জানিয়ে রাখি যে, সারা দেশে মাত্র কয়েকটি শহরই রয়েছে যেখানে বিদ্যুৎ কম দামে পাওয়া যায়। তবে, বেশিরভাগ জায়গায় এটির দাম আকাশচুম্বী। এমতাবস্থায়, বিদ্যুতের ক্রমবর্ধমান দামের হাত থেকে মুক্তি পেতে আপনি বাড়িতে শীঘ্রই সোলার প্যানেল ইনস্টল করতে পারেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর