বাবুল সুপ্রিয়র আসানসোলে উপনির্বাচনে ঘোষণা কমিশনের, প্রার্থী নিয়ে জলঘোলা

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় মন্ত্রীত্ব খুইয়ে রাজনৈতিক সন্ন্যাস ঘোষণা করেছিলেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। এরপর আচমকাই কয়েকদিনের মধ্যেই সন্ন্যাস কাটিয়ে তিনি তৃণমূলে যোগ দেন। তৃণমূলে যোগ দেওয়ার পর প্রাক্তন দল বিজেপিকে তুমুল আক্রমণও করেন তিনি।

তবে, তৃণমূলে যোগ দিলে এখনও তেমন পদে আসিন হতে পারেননি তিনি। এই নিয়ে ওনার প্রাক্তন দলের বিভিন্ন নেতারা ওনাকে অনেক কটাক্ষও করেছেন। তবে, সেগুলোতে বাবুল সুপ্রিয়র কিছু যায় আসেনা। তিনি পরিস্কার বলেছিলেন যে, কে কী বলল সেটা না দেখে নিজে কী করেছি সেটা দেখা পছন্দ করি বেশি।

   

বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দেওয়ার আগে নিজের সাংসদ পদ থেকে পদত্যাগ করেছিলেন। এরফলে ওই কেন্দ্রে ফের উপনির্বাচন হবে, সেটা বোঝা গিয়েছিল। আর এবার সেই কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। পাশাপাশি বালিগঞ্জ বিধানসভা আসনেও উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে কমিশন।

আগামী ১২ এপ্রিল এই দুই কেন্দ্রে নির্বাচন হবে। গণনা হবে ১৬ এপ্রিল। নির্বাচন কমিশনের এই ঘোষণার পরই এই দুই কেন্দ্রে আদর্শ আচরণ বিধিও লাগু হয়ে গেল। এখন প্রশ্ন উঠছে যে, ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কে হবেন?

বাবুল সুপ্রিয়কে ওই কেন্দ্রে পাঠাবে তৃণমূল? নাকি আসানসোলে বিধানসভায় বিজেপির প্রার্থীকে কড়া টক্কর দেওয়া যুব নেত্রী সায়নী ঘোষকে টিকিট দেবে তৃণমূল? এদিকে বিজেপিই বা কাকে সেখানে প্রার্থী করবে? জল্পনা উঠেছে যে, আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে বিজেপি সেখানে প্রার্থী করতে পারে। তবে এখনও তা পাকাপাকি ভাবে বলা যাচ্ছে না। আপাতত আসানসোল কেন্দ্রে প্রার্থী নিয়ে চলছে বিস্তর জলঘোলা।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর