সাফল্যের সাথে দ্বিতীয় ধাপ পেরোল ISRO! এবার চাঁদের আরও কাছাকছি চন্দ্রযান ৩

বাংলাহান্ট ডেস্ক : গত ১৪ই জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয় চন্দ্রযান ৩। সফল উৎক্ষেপণের পর ইসরো চিফ এস সোমনাথ বলেন, ২৩ অগাস্ট বিকেল ৫টা ৪৭ মিনিট নাগাদ চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ড করবে চন্দ্রযান ৩। উৎক্ষেপণের পর থেকে বৈজ্ঞানিকরা প্রতিটা মুহূর্তে নজরদারি চালাচ্ছেন এই মহাকাশযানের উপর।

জানা গিয়েছে, মহাকাশযানটি চাঁদের মাটিতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালাবে ১৪ দিন ধরে। চন্দ্রযানের স্বাস্থ্য কেমন রয়েছে, পৃথিবী থেকে কতটা দূরত্ব বাড়ল সেটির, সেই বিষয়ে ইসরোর (Indian Space Research Organisation) পক্ষ থেকে প্রতিমুহূর্তে আপডেট দেওয়া হচ্ছে। ইসরোর পক্ষ থেকে শেষ পাওয়া খবর অনুযায়ী, চন্দ্রযান ৩ সফলভাবে পৌঁছে গেছে পৃথিবীর দ্বিতীয় কক্ষপথে।

কক্ষপথের ৪১৬০৩ কিলোমিটার X ২২৬ কিলোমিটার অবস্থানে বর্তমানে রয়েছে চন্দ্রযান ৩। পরবর্তী ফায়ারিং করা হবে মঙ্গলবার ভারতীয় সময় দুটো থেকে তিনটের মধ্যে। চন্দ্রযান ৩ গিয়ে নামবে চাঁদের দক্ষিণ মেরুতে। চন্দ্রের এই অংশের মাটির গঠন, রাসায়নিক উপাদান, পরিবেশ, তাপমাত্রা ইত্যাদি বিষয় পরীক্ষা চালাবে চন্দ্রযান ৩।

isro chandrayaan 3 avq3

সেখান থেকে তথ্য আসবে ইসরোর গ্রাউন্ড স্টেশনে। উল্লেখযোগ্য বিষয় চাঁদের দক্ষিণ মেরুতে এখনো পর্যন্ত কোনো দেশ পরীক্ষা-নিরীক্ষা চালায়নি। এদিকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং দাবি করেছেন, চাঁদ আদৌ মানুষের বসবাসযোগ্য কি না, তা খতিয়ে দেখবে চন্দ্রযান ৩-এর রোভার।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর