বাংলাহান্ট ডেস্কঃ তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবসের বক্তৃতাতেও NRC নিয়ে নিজের ক্ষোভ উগরে দিলেন মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। এদিনের সভায় বিজেপিকে নানাভাবে কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। মঞ্চ থেকেই বিজেপির উদ্দ্যেশ্যে দিলেন কড়া বার্তা।
আবারও চাপানো হবে CAA, NPR
মমতা ব্যানার্জী কেন্দ্রকে খোঁচা দিয়ে বলে উঠলেন, ‘মহামারির পরিস্থিতি বলে চুপ রয়েছে। দেখে নেবেন আবারও CAA, NPR চাপানো হবে। বিজেপি শাসিত রাজ্যে এসব হলেও, আমাদের মত সাহসী রাজ্যগুলো এসব করতে দেবে না। এরপর দেখবেন চা খেতে গেলেও আপনার চোদ্দ গুষ্ঠির নাম জিজ্ঞাসা করছে। না বলতে পারলে, আপনি এদেশের নাগরিক নন, আপনি বাদ’।
এখানেই থেমে থাকেনি তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী। তিনি আরও বলেছেন, ‘স্বাধীনতার পর থেকে এদেশের মহান নেতারা এতদিন সবাইকে ভালবেসে নেতৃত্ব দিয়ে এসেছেন। কিন্তু এখন এক কাপ চা খেতে গেলেও, তোমার নাম, তোমার বাবার, দাদুর, ঠাকুরদাদার, মায়ের নাম, এমনকি তোমার ঠাকুমার নাম, বংশের নাম, জাতি ধর্ম সবই জিজ্ঞেস করা হবে’।
একুশে ভারতের মানুষ স্বাধীন হবে
সভামঞ্চে একুশের ভোটের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই বাংলাই আগামী দিন দেশের মানুষকে ঠিক স্বাধীনতা ফিরিয়ে দেবে। একুশ বিপ্লবের কথা একদমই ভুলে যাবেন না। একুশে আমাদের ঐতিহাসিক জয় দেখে, সারা দেশের মানুষ অবাক হয়ে যাবেন। বাংলাকে কখনই ভয় দেখিয়ে দমানো যাবে না’।
সেইসঙ্গে নিজেদের সাহসী প্রতিবাদ চালিয়ে যাওয়া নিয়ে বললেন, ‘অনেকেই ভয়ে ন্যায্য কথা বলতে পারেন না। কিন্তু আমরা কথা বলব। জেলে যেতেও পিছনা হব না। কাপুরুষরা প্রতিদিন মরে। আমরা কাপুরুষ নই। তাই মরতে ভয় পাই না। বীর একবার জন্মায় আর একবারই মরে’।