বাংলাহান্ট ডেস্কঃ আদ্যা মা (adya maa) জীবনের সমস্ত বিপদ আপদ থেকে তাঁর ভক্তকে রক্ষা করেন। জীবনের সমস্ত বিপর্যয় থেকে আদ্যা মায়ের শক্তি বলে রক্ষা পাওয়া যায়। মনের সমস্ত দুর্বল কেটে গিয়ে শক্তির সঞ্চার হয়।
জীবনে চলার পথে মানুষ অনেক সময় অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। আদ্যা মা সেই সমস্ত ভুল সিদ্ধান্ত নেওয়ার থেকে তাঁর ভক্তকে রক্ষা করেন। আকস্মিক সমস্যা, আর্থিক মন্দা, সামনের বিপদ থেকে রক্ষা করেন।
যে ভক্ত তাঁর জীবনের সর্বদিক সুন্দর ভাবে পরিচালনা করতে যায়, তাঁকে ৩৬৫ দিন এক মনে আদ্যা মায়ের আরাধনা করে যেতে হয়। মন থেকে সমস্ত চঞ্চলতা দূর হয়ে গিয়ে স্থিরতা আসে। মানুষের জীবনে শান্তি আসে, সমস্ত বিপত্তি দূর হয়ে যায়।
আদ্যা মায়ের আশির্বাদে মানুষেয় জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে গিয়ে, মানুষ আলোর দিশা খুঁজে পায়। আদ্যা স্তোত্র হল জীবনের এক বড় রক্ষাকবচ। এই রক্ষাকবচের জন্য মানুষের জীবন সুজলা সুফলা, সাফল্যময় এবং সুন্দর হয়ে ওঠে।
আদ্যা মায়ের কৃপায় মানুষের জীবনে সমৃদ্ধি আসে। সব ভুল কাটিয়ে উঠে মানুষ জীবনে সাফল্য অর্জন করতে পারেন।