বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দলের মূল স্পনসর বাইজুসের কাছে মোটা টাকা প্রাপ্য রয়েছে বিসিসিআইয়ের, এমনটাই অভিযোগ উঠেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। খুব তাড়াতাড়িই পাল্টে যেতে পারে ভারতীয় দলের মূল স্পনসরের নাম। এই মুহূর্তে মূল স্পনসর হিসাবে বাইজুসের সাথে চুক্তি থাকলেও তারা নিজেই আর এই চুক্তি অগ্রসর করতে আগ্রহী নয়।
বাইজুস নামটি সাধারণ মানুষের কাছে অপরিচিত নয়। শাহরুখ খান কর্তৃক অভিনীত বিজ্ঞাপনের দৌলতে এই শিক্ষামূলক অ্যাপ সংস্থা সম্পর্কে অনেকেই জানেন। গত ওয়ান ডে বিশ্বকাপের বছর থেকে তাদের সঙ্গে চুক্তি হয়েছে বিসিসিআইয়ের। সেই চুক্তি অনুযায়ী প্রতি বছরে বোর্ডের বরাদ্দ ১০ শতাংশ করে বাড়ানোর চুক্তি হয়েছিল বাইজুসের সাথে। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ পর্যন্ত সংস্থাটির সঙ্গে চুক্তি তাদের। বিসিসিআইয়ের সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত বোর্ড ওই সংস্থার কাছে ৮৬ কোটি ২১ লক্ষ টাকা পাওয়ার কথা তাদের। কিন্তু এই দাবি অস্বীকার করেছে ওই সংস্থা। তারা জানিয়েছে বিসিসিআইয়ের সঙ্গে তাদের চুক্তির সময় বাড়ানোর কথা এখনও চলছে, কোনও রকম পাকা কথা বা সই হয়নি। চুক্তি সম্পন্ন হলেই সেই অনুযায়ী টাকা দেওয়া হবে।
এইমুহূর্তে বাইজুসের অর্থনৈতিক অবস্থাক খুব ভালো নয় বলে খবর এসেছে। পরিসংখ্যান বলছে যে গত মাসে ওই শিক্ষামূলক অ্যাপ সংস্থাটি তাদের অন্দরে কর্মরত ৫০০ জন কর্মীকে ছাঁটাই করেছে। সঠিক সংখ্যা যদিও নির্ণয় করা যায়নি তবে অনেকের মতে সেই সংখ্যা ১০০০ ছাড়ালেও কিছু করার নেই।
বাইজুস এখন নিজেও ভারতীয় দলের দায়িত্ব ছেড়ে দিতে চাইছে। অন্য আর একটি কোম্পানির হাতে এই দায়িত্ব তুলে দিতে মরিয়া তারা। তারা ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে ২০১৯ সাল নাগাদ আগামী চার বছরের চুক্তি করেছিল। কিন্তু এখন দুই পক্ষই সরে যেতে পারলে বাঁচে। কিন্তু বিসিসিআইয়ের বকেয়া অর্থ সেই রাস্তায় বাঁধা তৈরি করছে।