দুর্গম পাহাড় টু বিস্তৃত মরুভূমি, সর্বত্র খেল দেখাবে C-295! জানেন, যুদ্ধে কতটা এগিয়ে দেবে দেশকে?

বাংলাহান্ট ডেস্ক : প্রতিরক্ষা ক্ষেত্রে লজিস্টিকের উন্নতি সাধনের জন্য ভারত সরকার সিদ্ধান্ত নেয় C-295 এয়ারক্রাফট নির্মাণের। আপৎকালীন পরিস্থিতিতে সেনা বা প্রতিরক্ষা সরঞ্জাম দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা নেবে এই এয়ারক্রাফট। গুজরাটের ভাদোদরায় টাটা-এয়ারবাসের কারখানায় তৈরি হবে এমনই ৪০ টি বিমান।

চমকে দেবে C-295 এয়ারক্রাফটের কার্যকারীতা

এই বিমান মূলত ব্যবহৃত হবে সামরিক ক্ষেত্রের মালপত্র পরিবহণের জন্য। এটি ৫-১০ টন ওজন বহন করতে সক্ষম। এতদিন Avro-748 বিমান ব্যবহার করা হত সামরিক মালপত্র পরিবহণের জন্য। তবে এবার ভারত এই কাজের জন্য তৈরি করতে চলেছে অত্যাধুনিক মানের  C-295  বিমান। মোট ৫৬ টি C-295  বিমানের মধ্যে ৪০টি বিমান তৈরি হবে গুজরাটের ভাদোদরায় টাটা-এয়ারবাসের কারখানায়।

আরোও পড়ুন : IPL 2025-এর মেগা নিলামে আসছে বড় পরিবর্তন! কপাল খুলবে তরুণ খেলোয়াড়দের

এই ধরনের বিমান ব্যবহার করা হয় সামরিক ক্ষেত্রের একাধিক কাজে। এই বিমান ট্য়াকটিকাল সাপোর্ট করতে সক্ষম। এই বিমান কমপক্ষে ৫০ প্যারাট্রুপারকে বহন করে নিয়ে যেতে পারে। এই ধরনের বিমান খুব সহজেই ল্যান্ড করতে পারে অসমান বা ছোট এয়ারস্ট্রিপেও। এটি যেকোনো দুর্গম আবহাওয়ায় ১১ ঘণ্টা উড়ান দিতে সক্ষম। কমব্যাট মিশন থেকে কেনো রকম উদ্ধারকার্য, সব কাজেই সিদ্ধহস্ত এই বিমান।

C-295

C-295 বিমান কাজ করেছে চাদ, ইরাক এবং আফগানিস্তানের যুদ্ধে। এমনকি ব্রাজিল, কলম্বিয়ার আর্দ্র আবহাওয়াতেও এই বিমান পরিষেবা দিয়েছে। পোলান্ড, কাজাখস্তানের শুষ্ক-শীতল  আবহাওয়াতেও আবার ব্যবহৃত হয়েছে এই বিমান। বলাইবাহুল্য সব ধরনের আবহাওয়াতেই এই বিমান মসৃণ ভাবে কাজ করেছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর