বিদেশ সফর সেরে কলকাতায় ফিরতেই মুখ্যমন্ত্রীকে চিঠি ধরালেন রাজ্যপাল! তোলপাড় বাংলা

বাংলা হান্ট ডেস্ক: শনিবার ১২ দিনের বিদেশ সফর সেরে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যপালের চিঠি পেলেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, সি ভি আনন্দ বোস (C V Anand Bose) মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছেন। তবে ঠিক কী নিয়ে রাজ্যপাল চিঠি পাঠিয়েছেন, তা অবশ্য খোলসা করে কিছু জানানো হয়নি। যদিও রাজভবন (Raj Bhawan) সূত্রে এমনটাই খবর, মুখ্যমন্ত্রীর বিদেশ সফর কেমন হল তা জানতে চেয়েই এই চিঠি দিয়েছেন রাজ্যপাল। তবে এই চিঠি একেবারেই ব্যক্তিগত বলে খবর রাজভবন সূত্রে।

উল্লেখ্য, রাজ্যপালের এই চিঠি প্রথম নয়। মুখ্যমন্ত্রীর স্পেন (Spain) সফরের আগেও চিঠি পাঠিয়েছিলেন সি ভি আনন্দ বোস। যদিও সেই চিঠিও ব্যক্তিগত বলে মনে করা হচ্ছে। তবে ওই চিঠি নিয়ে সেই সময় বিস্তর জলঘোলা হয়েছে। রাজ্যপাল-মুখ্যমন্ত্রী উভয়েই এই নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন। তবে ১২ দিনের বিদেশ সফরের শেষে কী নির্যাস, তা জানতে চেয়ে এই চিঠি তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

তবে রাজ্য-রাজভবন দ্বন্দ্ব মেটার কোনও লক্ষণ নেই। সম্প্রতি একাধিক ইস্যুতে দুই পক্ষের মধ্যে বিবাদ চরমে পৌঁছেছে। উপাচার্য (Vice Chancellor) নিয়োগ নিয়ে শনিবার রাজ্যকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। যাদবপুরে নিজেও র‌্যাগিংয়ের (Ragging) শিকার বলে দাবি করেছেন নয়া উপাচার্য বুদ্ধদেব সাউ। সেই নিয়ে সরাসরি কিছু না বললেও এদিন আচার্যের দিকে আঙুল তুলেছেন শিক্ষামন্ত্রী।

cv bose , mamata cm

উল্লেখ্য, ১২ দিনের বিদেশ সফর সেরে শনিবার সন্ধেয় কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী। বিমানবন্দরে নেমেই সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, এই সফর সফল হয়েছে, বিনিয়োগ আসছে। এর আগে এত ভালো সফর হয়নি বলেও মত তাঁর।

Monojit

সম্পর্কিত খবর