বাংলাহান্ট ডেস্কঃ সামনেই রয়েছে উত্তরপ্রদেশ, পাঞ্জাব (punjab) সহ পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন। বর্তমান সময়ে ABP নিউজের জন্য সি-ভোটার (c-voter) প্রতিদিনই নির্বাচনী রাজ্যগুলোর হালহাকিকত বলছে। গত ৭ ই ডিসেম্বর থেকে ১৩ ই ডিসেম্বরের মধ্যে পাঞ্জাবকে নিয়ে এক সমীক্ষা করা হয়। যেখানে ৫৬৮৭ জনের মতামত নেওয়া হয়।
এই রিপোর্টেই বেশকিছু চমকপ্রদ পরিসংখ্যান সামনে এসেছে। সমীক্ষায় বলছে, ২৯ শতাংশ মানুষের বিচারে পাঞ্জাবের ক্ষমতায় এবার আসতে চলেছে আম আদমি পার্টি। বিজেপির জেতার কোন সম্ভাবনাই নেই এই রিপোর্টে।
সমীক্ষায় মানুষকে জিজ্ঞাসা করা হয়েছিল, পাঞ্জাবে নির্বাচনে কে জিতবে। আর সেই মতই পাঞ্জাববাসী তাঁদের মতামত জানায়। জানা গিয়েছে রিপোর্ট অনুসারে, কংগ্রেসের পক্ষে মত দিয়েছে ২৭ শতাংশ মানুষ। ২৯ শতাংশ মানুষের দাবি এবার আপ ক্ষমতায় থাকবে। আবার ১০ শতাংশ মানুষের মত সরকার গড়তে পারে অকালি দল। আর মাত্র ১ শতাংশ মানুষ বিজেপির পক্ষে রায় দিয়েছে। ১ শতাংশ মানুষের ধারণা বিজেপি ক্ষমতায় আসবে।
অন্যদিকে আবার, ১ শতাংশ মানুষের ধারণা অন্যান্যরা জয়ী হবে। আবার ৭ শতাংশ মানুষ মনে করছেন কোন এক পক্ষ নয়, ত্রিশঙ্কু বিধানসভা গঠিত হতে পারে। তবে এই সমীক্ষায় ২৫ শতাংশ মানুষ কোন মন্তব্যই করেনি।
ক্ষমতায় কোন দল আসবে শুধু তাই নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবে, তা নিয়েও এই সমীক্ষায় প্রশ্ন করা হয়। রিপোর্ট বলছে, মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নিকে সমর্থন করেছে ৩২ শতাংশ মানুষ। অরবিন্দ কেজরিওয়ালের উপর আস্থা রেখেছে আবার ২৪ শতাংশ মানুষ। সুখবীর সিং বাদলকে মুখ্যমন্ত্রীর আসনে দেখতে চান ১৭ শতাংশ মানুষ।
ভগবন্ত মানকে মুখ্যমন্ত্রী হিসাবে চাইছে ১৩ শতাংশ মানুষ, ৭ শতাংশ মানুষের আস্থা রয়েছে অন্যান্যদের উপর। তবে নভজ্যোত সিধুকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইছে ৫ শতাংশ মানুষ এবং ২ শতাংশ মানুষ চাইছে মুখ্যমন্ত্রীর সিংহাসনে বসুন ক্যাপ্টেন অমরিন্দর সিং।