আগামী বছর অর্থাৎ ২০২২-এ অনুষ্ঠিত হতে চলেছে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন ( Assembly Election )। আসন্ন ওই নির্বাচনে উত্তরপ্রদেশে কোন দল সরকার গঠন করছে তা নিয়ে চলতি বছরে করা সি-ভোটারের সমীক্ষায় (C-Voter Survey ) উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ওই রিপোর্টে ভোটে জিততে চলেছে কোন দল, তাদের আসন সংখ্যা কত হতে পারে, তা যেমন তুলে ধরা হয়েছে, এর পাশাপাশি আরও একটি চাঞ্চল্যকর প্রশ্নের উত্তরে, সে রাজ্যের বাসিন্দারা যা উত্তর দিয়েছে, তা থেকে মোদীর পরবর্তী প্রধানমন্ত্রীর আসন যোগী আদিত্যনাথের জন্য প্রায় ৫০ শতাংশ পাকা।
আশা করছি বুঝেই গেছেন সি-ভোটারের সমীক্ষায় ওই প্রশ্নটি কি ছিল! প্রশ্নটি ছিল মোদীর ( Narendra Modi ) পরে প্রধানমন্ত্রীর আসনে যোগী আদিত্যনাথ ( yogi adityanath ) কতটা যোগ্য ?
সেই প্রশ্নের উত্তরে সে রাজ্যের বাসিন্দাদের ৫০ শতাংশ যোগীকে প্রধানমন্ত্রী হিসেবে যোগ্য ভাবেন বলে জানিয়েছেন। আর ৩৭ শতাংশ জানিয়েছেন যোগ্য নয়। বাকি ১৩ শতাংশ এ বিষয়ে নিজেদের মতামত প্রদান করেন নি।
তবে সি-ভোটারের সমীক্ষার যে মুখ্য বিষয় ছিল, তা হল ২০২২-র বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ( Uttar Pradesh ) মসনদে বসতে চলেছে কোন দল ? ২০২১-এই করা ওই সমীক্ষার রিপোর্টে উঠে এসেছে, ২৮৪ থেকে ২৯৪ টি আসন পেতে পারে যোগী আদিত্যনাথের সরকার। সমাজবাদী পার্টি ( SP ) পেতে চলেছে ৫৪ থেকে ৬৪ টি আসন, বহুজন সমাজ পার্টি ( BSP ) পেতে চলেছে ৩৩ থেকে ৪৩ টি আসন আর কংগ্রেস ( Congress ) তাদের ঘরে তুলতে পারে ১ থেকে ৭টি আসন এবং অন্যরা ১০ থেকে ১৬টি আসন পাবে বলে ধারণা করা হচ্ছে।
৪০৩ সদস্যের ইউপি বিধানসভার সর্বত্র থেকে ১৫ হাজার ৭৪৭ জনের উপর সমিক্ষা চালিয়ে সি-ভোটার তাদের এই রিপোর্ট পেশ করেছে। যা নিয়ে বিধানসভা নির্বাচনের অনেক আগে থেকেই যোগীর রাজ্যে উন্মাদনা চোখে পড়ার মত। যা বোঝা যাচ্ছে যোগীকে প্রধানমন্ত্রীর আসনে ( Prime Minister Seat ) বসতে দেখার ইচ্ছাপ্রকাশকারী দের মাধ্যমে।