বাংলা হান্ট ডেস্ক : নাগরিকত্ব সংশোধনী প্রতিবাদের জেরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে তিন দিনব্যাপী অর্থাত্ 16,17,18 ডিসেম্বর অবধি শহর কলকাতার বিভিন্ন প্রান্তে পদযাত্রা মিছিলের ডাক দিয়েছিলেন। মূল লক্ষ্য ছিল এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করা। আজ অর্থাত্ বুধবার শাসক শিবিরের তৃতীয় দফার অভিযান। আজ হাওড়া ময়দান থেকে মিছিল শুরু হয়ে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল চলবে।
দুপুর একটায় মিছিলে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে অন্যান্য তৃণমূল কর্মীরাও থাকবেন। হাওড়া ময়দান থেকে বঙ্কিম সেতু গুলমোহর হাওড়া ব্রিজ ব্র্যাবোন রোড হয়ে মিটিং স্ট্রিট ধর্মতলা ধরে ডোরিনা ক্রসিংয়ে গিয়ে মিছিল শেষ হবে। তাই এই সমস্ত রাস্তায় আজ ব্যাপক যানজটের সমস্যা দেখা দেবে। তবে যেহেতু দুপুরে টাইম তাই অনেকটাই যানজট এড়ানো সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে।
নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে যে ভাবে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ ও আন্দোলন বিক্ষোভ হয়েছিল তার পরিপ্রেক্ষিতে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার শান্তিপূর্ণ পথে আন্দোলন পরিচালনার পরামর্শ দিয়েছিলেন। এমনিতেই সোমবার ও মঙ্গলবার দু দিন বিরোধীদের তোপ দেগে রাজ্যে তাঁর জীবদ্দশায় কখনই এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইন চালু করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। বুধবার বিরোধীদের তোপ দেগে তিনি কী বার্তা দেন তা দেখা কার্যত মাত্র কয়েক ঘণ্টা সময়ের অপেক্ষা।
অন্যদিকে রাজ্য জুড়ে তিন চার দিন যে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল মুখ্যমন্ত্রীর সোমবারের পদযাত্রার পর কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে তাই বুধবারের পদযাত্রার পর রাজ্যের পরিস্থিতি অনেকটাই বদলে যাবে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত রাজ্যে অশান্তির আঁচ আর যাতে না ছড়াতে পারে তার জন্য রবিবার থেকে রাজ্যের টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছেই। কবে থেকে পরিষেবা চালু হবে সে বিষয়ে এখনও অবধি স্পষ্ট কিছুই বলা হয়নি।