এবার CAA এর সমর্থনে তেরঙ্গা নিয়ে রাস্তায় নামলো মুসলিম মহিলারা, চললো মোদী মোদী শ্লোগান

Published On:

নাগরিকতা সংশোধন আইন, সি এ এ-র সমস্ত বিষয়টি সবার কাছে পরিস্কার হওয়ার পরে এই আইনের সমর্থনে রাস্তায় মিছিল শুরু হয়েছে। এই মিছিলে প্রচুর মানুষ রাস্তায় শামিল হয়েছেন । উত্তর- প্রদেশের মুজফ্ফ‌র নগরে সি এ এ এর সমর্থনে অনেকজন মুসলিম মহিলা রাস্তায় তিরঙ্গা হাতে রাস্তায় নামেন। এই মহিলারা নরেন্দ্র মোদী জিন্দাবাদ স্লোগানও দেন। এই মিছিলটি করা হয়েছিল, মুজাফ্‌ফার নগর শহরের শিব চকে। এই মিছিকের মাধ্যমে ভারতের অন্যান্য মানুষকে সচেতন করা হয়েছিল যারা এখনও অবধি সি এ এ আইনের সমস্ত ব্যাপারটি জানেন না। শতাধিক মুসলিম মহিলার সাথে অনেক স্থানীয় মানুষও শামিল হন।

এর আগে, শাহিন বাগেও মানুষ রাস্তা খোলার জন্য বেশ কিছুদিন ধরে মানুষ রাস্তায় মিছিল করছিলেন। তারা সি এ এ বিরোধী ধরনাকারীদের বিপক্ষ্যে মিছিল করেন। এর মধ্যে বেশিরভাগ মানুষ ছিলেন আশেপাশের স্থানীয় জনগন, যাদের বিগত ৫০ দিন ধরে রাস্তা বন্ধ থাকার কারনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল।

পুলিশের হস্তক্ষেপের পরও মানুষ তাদের জায়গা থেকে নড়েননি, বরং তারা সেই জায়গাতেই আবার ধরনায় বসে গিয়েছেন। তারা ধরনাকারীদের থেকে মাত্র ৩০০ মিটারের দুরত্বেই রয়েছেন। আশেপাশের লোকেদের সাথে এই মিছিলে ছিলেন ফারিদাবাদ, বাগপত, বল্লভগড়ের লোকরাও। এই মানুষদের দাবি তাদের বিরোধীদের নিয়ে কোন সমস্যা নেই। কিন্তু রাস্তা আটকে ধরনা দেওয়ার ফলে তাদের অনেক সমস্যা হচ্ছে। রামলীলা ময়দান, জন্তর মন্তর এর মত খালি জায়গায় মিছিল না করে শাহিন বাগের রাস্তায় এই ধরনা দেয়ার ফলেই তাদের সমস্যা।

গত শনিবার দিল্লির দাল্লুপুরার নিবাসী কপিল গুর্জা‌র শাহিন বাগে গুলি চালিয়ে দেন হঠাৎ। কপিল একজন দুধের ব্যাবসায়ী। কপিলের পরিবার পরিজনের দাবি, শাহিন বাগে চলা বিরোধের জন্য কপিলের দুধ আনতে যেতে অনেক সমস্যা হত, তাই হয়ত এরম কাজ করেছে কপিল।

X