বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েক সপ্তাহ ধরে সিএএ এবং এনআরসি-র প্রতিবাদে আন্দোলনে নেমেছে উত্তর, পূর্ব, পশ্চিম ও দক্ষিণ ভারতের বহু রাজ্য। তার পাশাপাশি সিএএ ইস্যুতে সরব হয়েছেন বিদ্দজনেরাও। এবার সেই তালিকায় সংযোজন হলেন দেশের নোবেলজয়ী প্রখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
বেঙ্গালুরুতে ইনফোসিস সায়েন্স ফাউন্ডেশনে প্রধান অতিথি হিসাবে এসেছিলেন অমর্ত্য সেন। সেই সভা থেকে বিশিষ্ট অর্থনীতিবিদ বলেন, সংশোধিত সিএএ অসাংবিধানিক। তাঁর মতে দেশের শীর্ষ আদালতের উচিৎ এই আইন বাতিল করে দেওয়া। একই সঙ্গে এদিন মোদি সরকারকে তিনি পরামর্শও দেন সাধারণ মানুষের সমস্যা নিয়ে ভাবনাচিন্তা করার। এদিনের অনুষ্ঠানে তিনি সিএএ প্রসঙ্গে ইতিহাস টেনে এনে বলেন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব বিষয়টি আলোচিত হয়েছিল। সেখানে স্থির হয়েছিল, ভেদাভেদ করার জন্য ধর্মকে ব্যবহার করা কখনই গ্রহণযোগ্য নয়। অর্থাত্ ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব বিষয়টি কিছুতেই গ্রাহ্য হতে পারে না। এই আইন নিয়ে বারবার সমালোচনার মুখে পড়তে হচ্ছে মোদি সরকারকে।
সভার পর সাংবাদিক সম্মেলনে অমর্ত্য সেন বলেন, অসাংবিধানিক আইনকে দেশের শীর্ষ আদালতের উচিত্ বাতিল করে দেওয়া। নাগিকত্ব মানুষের মৌলিক অধিকার, যেখানে কখনও ধর্মীয় ভেদাভেদ করা যায় না। মানুষের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা সংবিধান বিরোধী।
শুধু সিএএ নিয়ে নয়, জেএনইউ কাণ্ডে নিয়েও এদিন সরব হলে নোবেলজয়ী অর্থনীতিবিদ্। তিনি এই ঘটনায় রীতিমতো স্তম্ভিত। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিরাগতদের রুখতে ব্যর্থ হয়েছে। ঘটনার পর পুলিশকে খবর দিতেই বা কেন দেরি হয়েছিল সে বিষয়েও তিনি অবাক হয়েছেন।